২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার

ব্যাটে-বলে দুর্দান্ত সাইফউদ্দিন; বড় ব্যবধানে জিতেছে আটালান্টা

- Advertisement -

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পর থেকেই জাতীয় দলের বাইরে আছেন মোহাম্মদ সাইফউদ্দিন। ভারত সিরিজের টেস্ট দলেও নেই তিনি। টি-টোয়েন্টি সিরিজের দলে থাকার সম্ভাবনাও নেই বললেই চলে। তবে ফাকা সময়টা কাজে লাগাচ্ছেন টাইগার এ অলরাউন্ডার।

যুক্তরাষ্ট্রের মাইনর ক্রিকেট লিগে আটালান্টা ফায়ারের হয়ে খেলছেন সাইফউদ্দিন। শুধু খেলছেন বললে টাইগার অলরাউন্ডারের সাথে অবিচার করা হবে, তার চেয়ে বলা শ্রেয় আটালান্টার হয়ে দুর্দান্ত পারফর্ম করছেন। গতকাল (রবিবার) ব্যাট-বলে পারফর্ম করে দলকে এনে দিয়েছেন দুর্দান্ত জয়।

গতকাল (রবিবার) ফোর্ট লডারডেল লায়ন্সের বিপক্ষে মাঠে নেমেছিল সাইফউদ্দিনের আটালান্টা। আগে ব্যাট করে ২৩৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় আটালান্টা। ৬১ বলে ১১২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন স্টিভেন টেলর। ২ বাউন্ডারি ও ৩ ছক্কায় ১৮ বলে ৩২ রানের ক্যামিও খেলেন সাইফউদ্দিন।

ঝোড়ো ব্যাটিংয়ের পর বল হাতেও সাফল্য পান সাইফউদ্দিন। টাইগার অলরাউন্ডার শুরুতেই ক্যারিবীয় গ্রেট শিবনারায়ণ চন্দরপলের ছেলে ত্যাগনারায়ণ চন্দরপলকে গোল্ডেন ডাকের স্বাদ দেন টাইগার অলরাউন্ডার। এরপর আরও একটি উইকেট পেয়েছেন সাইফউদ্দিন। সব মিলিয়ে ৪ ওভারে ১১ রান দিয়ে ২ উইকেট শিকার করেন তিনি।

নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬২ রানে থামে লডারডেলের ইনিংস। আটালান্টা পায় ৭৪ রানের জয়।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img