১২ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের ঘটনাকে ‘পাগলাটে’ বলেছেন ফিফা সভাপতি

- Advertisement -

রোববার আর্জেন্টিনা-ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের ঘটনাকে পাগলাটে বলেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সেইসাথে সকলকে করোনাকালীন এই কঠিন সময়ের কথাও মনে রাখতে অনুরোধ করেছেন তিনি।

স্বাস্থ্য কর্তাদের সাথে কথার লড়াইয়ে জড়িয়ে পড়ে খেলোয়াড়েরা

ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় পাঠানো একটি ভিডিওবার্তায় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সেদিন ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে ঘটে যাওয়া ঘটনাকে  ‘পাগলাটে’ হিসেবে উল্লেখ করেছেন।

“ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে কি হয়েছে আমরা সকলেই দেখেছি। স্বাস্থ্য কর্মকর্তা, পুলিশ, নিরাপত্তারক্ষীরা মাঠে ঢুকে পড়েছিল কিছু খেলোয়াড়কে মাঠ থেকে তুলে নিয়ে যাওয়ার জন্য। এটি পাগলাটে একটি ব্যাপার। তবে কোভিড বাস্তবতায় আমাদের এইসকল চ্যালেঞ্জের মুখোমুখি হতেই হবে”- বলছিলেন ফিফা সভাপতি

ভারত, সাউথ আফ্রিকা এবং যুক্তরাজ্যে যারা গত ১৪ দিনের মধ্যে ছিলেন তাদের জন্য ব্রাজিলে প্রবেশ নিষেধ জারি করেছিল দেশটি। আর্জেন্টিনা দলের চারজন ছিলেন প্রিমিয়ার লিগের খেলোয়াড়; প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ আগেই রেড জোনে থাকা দেশগুলোর খেলোয়াড়দের বিশ্বকাপ বাছাইপর্বে খেলার অনুমতি প্রদানে বাধা দিলেও আর্জেন্টাইন চার খেলোয়াড় এসেছিলেন নিজ দলের হয়ে প্রতিনিধিত্ব করতে। প্রথম ম্যাচে ভেনেজুয়েলার সাথে খেললেও ব্রাজিলের সাথে ম্যাচে তাদের খেলায় বাধা সৃষ্টি করে দেশটির স্বাস্থ্য কর্তারা।

ম্যাচ আয়োজনের চেষ্টা করছিলেন মেসি-নেইমার

অ্যাস্টন ভিলার এমিলিয়ানো বুয়েন্ডিয়া প্রথম একাদশে ছিলেননা; গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের সাথে টটেনহ্যামের যুগল ক্রিস্টিয়ান রোমেরো ও জিওভানি লো সেলসো আর্জেন্টিনার লাইন-আপের অংশ হিসেবে সাও পাওলোতে খেলতে নেমেছিলেন। আর তাতেই বেধেছে বিপত্তি। খেলার ৫ মিনিটের মাথায় মাঠে প্রবেশ করে স্বাস্থ্য কর্তারা; খেলা থামিয়ে দেয়া হয়। এরপর আর খেলা মাঠে গড়ায়নি। এতে হতাশ আর্জেন্টাইন তারকা্ লিওনেল মেসি।

“কেন তারা খেলা শুরু করেছিল এবং পাঁচ মিনিট পরে এটি বন্ধ করে দিলো?  আমরা এখানে এক ঘণ্টার মত ছিলাম, তারা আমাদের জানাতে পারতো”- বলছিলেন লিওনেল মেসি

মাঠ ছেড়ে বেড়িয়ে যেতে হয় দুই দলের খেলোয়াড়দেরকেই

স্থানীয় সময় বিকেল ৫ টায় খেলা শুরু হওয়ার এক ঘণ্টা পর ম্যাচটি আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হয়। সাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল) থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়, “রেফারি এবং ম্যাচ অফিশিয়াল ফিফা ডিসিপ্লিনারি কমিটির কাছে রিপোর্ট নিয়ে কি পদক্ষেপ নেবেন তা ঠিক করবেন”

আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন (এএফএ) ইতোমধ্যে চারজন ইপিএলে খেলা ফুটবলারকেই ছেড়ে দিয়েছে। তারা বৃহস্পতিবার ঘরের মাঠে বলিভিয়ার বিপক্ষে ম্যাচে খেলবেন না।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img