১৩ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

ব্র্যাথওয়েটের সাথে চুক্তি নবায়ন সিক্সার্সের

- Advertisement -

সিডনি সিক্সার্স বিগ ব্যাশ লিগের (বিবিএল) আসন্ন মৌসুমের জন্য ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার কার্লোস ব্র্যাথওয়েটকে পুনরায় চুক্তিবদ্ধ করেছে। ২০১৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের শেষ ওভারে ইংল্যান্ডের বেন স্টোকসকে টানা চারটি ছক্কা মেরে বিশ্বকাপ জেতানো এই ক্যারিবিয় তারকা টি-টোয়েন্টতে বিশ্বব্যাপী ব্যপক পরিচিত।

গত মৌসুমে বল হাতে ছিলেন দুর্দান্ত

ক্যারিবিয়ান অলরাউন্ডার গত মৌসুমে সিক্সার্সের শিরোপা জয়ের পথে গুরুত্বপূর্ণ অংশ ছিলেন; বল হাতে ১৬টি উইকেট নিয়ে দলকে করেছেন চ্যাম্পিয়ন।  ব্রিসবেন হিটের বিপক্ষে ১৮ রান দিয়ে ৪টি উইকেট সংগ্রহ করেন তিনি; পার্থ স্কর্চার্সের বিরুদ্ধে কোয়ালিফায়ার ম্যাচে চার ওভারে একটি উইকেট পেলেও খরচ করেন মাত্র ২৫ রান। যা সিক্সার্সকে পৌছে দেয় ফাইনালে।

ব্যাট হাতে ছন্দে ছিলেননা, তবুও ব্র্যাথওয়েটেই আস্থা সিক্সার্সের

৩৩ বছর বয়সী ব্র্যাথওয়েট ব্যাট হাতে খুবেকটা ছন্দে না থাকলেও, বল হাতে ছিলেন অনবদ্য। সিক্সার্স শিরোপা জিততে চায়, এটাই অন্যতম কারণ এখানে থেকে যাওয়ার। এমনটাই জানিয়েছেন ব্র্যাথওয়েট।

“বিগ ব্যাশ জয় এবং গত বছরে দলের অতিমানবীয় পারফরম্যান্স এখানে থেকে যাবার জন্য উতসাহিত করেছে। বয়স বাড়ার সাথে সাথে আপনি নিশ্চয়ই এমন কোথাও থাকতে চাইবেন যেখানে আপনি ট্রফি জয়ের জন্য চ্যালেঞ্জের সমুক্ষিণ হবেন। সিক্সার্সের সাথে একটা অদ্ভুত বন্ধনে জড়িয়ে পরেছি। গত বছর আমরা এক দল হয়ে খেলেছি এবং একসাথে এত সময় কাটিয়েছি যে আমাদের মধ্যে অনেক শক্তিশালি এক বন্ধন গড়ে উঠেছে”-বলছিলেন ব্রাফেট

টি-টোয়েন্টি ব্লাস্টে বার্মিংহাম বিয়ার্সের হয়ে ব্যস্ত মৌসুম শেষ করার পর, দ্য হান্ড্রেডে ম্যানচেস্টার অরিজিনালসের অধিনায়কত্ব করে ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার বর্তমানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) জ্যামাইকা তালাওয়াহসের হয়ে খেলার প্রস্তুতি নিচ্ছেন। ব্র্যাথওয়েট টম কারেনের সাথে দ্বিতীয় বিদেশি হিসেবে যোগ দেবেন দলে। এর আগে বায়ো-বাবল জটিলতার কারণে বিবিএল থেকে নিজেকে সড়িয়ে নিয়েছিলেন কারেন; এবারে তাকে পেতে আশাবাদী সিডনি সিক্সার্স।

সিডনি সিক্সার্স স্কোয়াড: মইজেস হেনরিক্স (অধিনায়ক), শেন অ্যাবট, কার্লোস ব্র্যাথওয়েট (ওয়েস্ট ইন্ডিজ), ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, টম কারেন (ইংল্যান্ড), বেন দ্বারশুইস, জ্যাক এডওয়ার্ডস, মিকি এডওয়ার্ডস, ড্যানিয়েল হিউজ, স্টিফেন ওকিফ, হেইডেন কের, নাথান লায়ন, বেন মেনেন্টি, জোশ ফিলিপে, লয়েড পোপ, জর্ডান সিল্ক।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img