২৭ জুলাই ২০২৪, শনিবার

ব্রিসবেনে ভারতের অবিশ্বাস্য জয়

- Advertisement -

প্রথম টেস্টে লজ্জাজনক হারের পর সিরিজের বাকি সময়ে এমনভাবে ঘুরে দাঁড়াবে ভারত সেটা হয়তো কারোরই চিন্তার মধ্যে ছিল না। অনেক সমালোচকতো এক ধাপ এগিয়ে মন্তব্য করেছিলেন, ভারত সিরিজ হারবে ৪-০ ব্যবধানে। সমালোচকদের বুলি রইল তাদের মুখেই, বোর্ডার-গাভাস্কার ট্রফি থাকল ভারতের ঘরে।

ব্রিসবেনে শেষ দিনে জয়ের জন্য করতে হতো ৩২৪ রান, হাতে ছিল ১০ উইকেট। শেষ দিনে এমন সমীকরণ শুধু কঠিন না, মাঝেমধ্যে অসম্ভবও। ভারতীয় দল সেই অসম্ভবকেই করেছে সম্ভব। গ্যাবায় শুবমান গিল এবং রিশাব পন্থের ব্যাটে দুর্দান্ত জয় পেয়েছে টিম ইন্ডিয়া।

৯ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন গিল, তবে মঙ্গলবার এই তরুণ যেভাবে ব্যাট করলেন, ভারতের জয়ের ভীত গড়ে দিলেন সেখানে সেঞ্চুরি খুবই তুচ্ছ। রিশাব পন্থকে নিয়ে সিরিজ শুরুর আগেই যতো কথাই হয়েছিল সেই জবাব তিনি দিয়েছেন ব্যাটে, তার ৮৯ রানের ইনিংস ভারতীয় ভক্তদের মনে হয়তো দাগ হয়ে থাকবে অনেকদিন।

শেষদিকে জমে উঠেছিল খেলা। তবে ভারত জয়ের স্বাদ পেয়েছে ৩ উইকেট হাতে রেখেই। দলে প্রথম সারীর হাফ ডজন ক্রিকেটার নেই, তবও এমন পরিস্থিতিতে জয়! টিম ইন্ডিয়া বাহাবা পেতেই পারে।

 

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া (প্রথম ইনিংস): ৩৬৯

অস্ট্রেলিয়া (২য় ইনিংস): ২৯৪

ভারত (প্রথম ইনিংস): ৩৩৬

ভারত (২য় ইনিংস): ৩২৯/৭ (গিল ৯১, পন্থ ৮৯, পূজারা ৫৬, কামিন্স ২৪-১০-৫৫-৪, লায়ন ৩১-৭-৮৫-২, হ্যাজেলউড ২২-৫-৭৪-১)

ফলাফল: ভারত ৩ উইকেটে জয়ী।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img