২৭ জুলাই ২০২৪, শনিবার

ব্রুজের জালে সিটির পাঁচ

- Advertisement -

কোল পালমার নামের এক ১৯ বছর বয়সী ম্যানচেস্টার নিবাসী ইংলিশ কিশোরের ভাগ্যে গত চারদিনে কি কি ঘটেছে আসুন একটু চোখ বুলাই।

  • বার্নলির বিপক্ষে নিজ ক্লাব ম্যানচেস্টার সিটির মূল দলের হয়ে মাঠে নামার সুযোগ পাওয়া
  • যুব প্রিমিয়ার লিগে লেস্টারের বিপক্ষে হ্যাটট্রিক
  • চ্যাম্পিয়নস লিগে মাত্র দ্বিতীয়বারের মতো মূল দলের হয়ে মাঠে নামার সুযোগ পেয়েই গোল!

৬৫ মিনিটে কেভিন ডি ব্রুইনার বদলি হিসেবে নেমে ৬৭ মিনিটেই রহিম স্টার্লিংয়ের অ্যাসিস্টে নিজের চ্যাম্পিয়নস লিগের প্রথম গোলটি পেয়ে যান ম্যানচেস্টার সিটির যুব প্রকল্পের গুণী ছাত্র পালমার। ম্যানচেস্টার সিটির হয়ে চ্যাম্পিয়নস লিগে গোল করা তৃতীয় সর্বকনিষ্ঠ গোলদাতা হলেন পালমার।

এর সাথে রিয়াদ মাহরেজের জোড়া গোলে ইউয়েফা চ্যাম্পিয়নস লীগের এ গ্রুপের ম্যাচে ক্লাব ব্রুজকে মঙ্গলবার তাদেরই মাঠে গোলবন্যায় ভাসিয়েছে ম্যানচেস্টার সিটি। ৫-১ ব্যবধানে এই জয়ে বাকি দুটি গোল করেছেন জোয়াও ক্যানসেলো ও কাইল ওয়াকার। ব্রুজের হয়ে একমাত্র গোলটি দিয়েছেন হ্যানস ভ্যানাকেন।

এই জয়ে গ্রুপ ‘এ’ এর শীর্ষে উঠে গেলো ম্যানচেস্টার সিটি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img