মঙ্গলবার তৃতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মেহরাব হোসেন। ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে টাইগাররা; ৬ রানেই হারিয়ে ফেলে ২ উইকেট। সেখান থেকে আইচ মোল্লাহ এবং মফিজুল ইসলামের ব্যাটে দারুণভাবে ঘুড়ে দাড়ায় টাইগাররা। প্রথম ব্যাটসম্যান হিসেবে অর্ধশতক তুলে নিয়েছেন আইচ; মফিজুলের সাথে ৬৭ রানের পর অধিনায়ক মেহরাব হোসেনের সাথে গড়েছেন ৫২ রানের জুঁটি। ৩৮ ওভার শেষে টাইগারদের সংগ্রহ ৪ উইকেটে ১২৪। ৭২ রানে অপরাজিত আছেন আইচ।
ইনিংসের দ্বিতীয় ওভারেই দুর্দান্ত ইয়র্কারে প্রান্তিক নওরোজ নাবিলকে বোল্ড করে ড্রেসিং রুমে ফিরান বাঁহাতি পেসার ফয়সাল খান আহমেদজাই। নাভিদ জাদরানের বলে খালিদ হাসান ক্যাচ তুলে দিয়েছেন উইকেটকিপারের হাতে। শুরুতেই দুইটি উইকেট হারিয়ে দিশেহারা বাংলাদেশ ব্যাটিং লাইনআপ পথ খুঁজে পেয়েছেন আইচ-মফিজুলের ব্যাটে। দুজনে মিলে গড়েছেন ৬১ রানের জুঁটি; খেলেছেন ১৪৪টি বল। তৃতীয় উইকেট হিসেবে মফিজুল যখন প্যাভিলিয়নে ফিরছেন, তখন তার নামের পাশে ২৭ রান; দলের ৬৭।
শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগার যুবাদের সংগ্রহ ৪ উইকেটে ১২৪ রান । মেহরাব হোসেনকে নিয়ে ৫২ রানের জুঁটি গড়েছেন আইচ মোল্লাহ; চতুর্থ ব্যাটসম্যান হিসেবে মাত্র ৭ রান করেই ইজাজ আহমেদের বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন অধিনায়ক মেহরাব। আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের সাথে সিরিজে প্রথম ব্যাটসম্যান হিসেবে অর্ধশতক তুলে নিয়েছেন আইচ মোল্লাহ; ৭২ রানে অপরাজিত আছেন।