রোববার সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক টম লাথাম। তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামে নিউজিল্যান্ড দল। ওপেনিংয়ে ফিরেন ফিন অ্যালেন; স্বভাবসুলভ আক্রমণাত্মক মেজাজেই ব্যাটিং করতে থাকেন তিনি।
অ্যালেন স্পিনারদের ভালো খেলছেন দেখেই টাইগার অধিনায়ক তৃতীয় ওভারে বল তুলে দেন মুস্তাফিজুর রহমানের হাতে। এসেই ফিজের বাজিমাত; ১০ বলে ১৫ রান করে ফিজের অফকাঁটার বুঝতে না পেরে মিড অনে ক্যাচ তুলে দিয়ে প্রথম বলেই প্যাভিলিয়নের পথে অ্যালেন। মুস্তাফিজ নিজের প্রথম ওভারে একটি রানও নিতে দেননি কিউই ব্যাটসম্যানদের।
ফিজকে দেখেশুনে খেললেও স্পিনারদের উপর চড়াও হয়েই খেলেছে নিউজিল্যান্ড; সাকিব আল হাসানের করা চতুর্থ ওভারেও এসেছে দুইটি বাউন্ডারী। শেখ মাহেদির পরের ওভারেই উইল ইয়ং এবং রচিন রবীন্দ্র মিলে স্কোরবোর্ডে যোগ করেছেন ১০ রান। প্রথম ছয় ওভারে আর কোনো উইকেট হারায়নি কিউইরা; পাওয়ারপ্লে শেষে তাদের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৪১ রান।