১৩ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

বয়স লুকিয়ে খেলছেন অনেকে, স্থগিত পাকিস্তানের বয়সভিত্তিক ক্রিকেট

- Advertisement -

গত সপ্তাহে করাচি এবং মুলতানে শুরু হয়েছিল অনূর্ধ্ব-১৩ এবং অনূর্ধ্ব-১৬ ক্রিকেট টুর্নামেন্টের আসর। মূলত তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করতেই রমিজ রাজার নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট বোর্ডের এমন আয়োজন। কিন্তু, মাঝপথেই বন্ধ ঘোষণা করা হয়েছে এই আসরের, কারণ হিসেবে জানানো হয়েছে  বয়স লুকিয়ে খেলছেন অনেকেই।

“সরাসরি দেখার পর মনে হয়েছে অনূর্ধ্ব-১৩ এবং অনূর্ধ্ব-১৬ দলের এই টুর্নামেটে বেশ কিছু খেলোয়াড় বয়স লুকিয়ে খেলছে। সকলের বন টেস্ট না করা অব্দি এই টুর্নামেন্ট স্থগিত থাকবে”- বলছিলেন হাই পারফরম্যান্স ইউনিটের পরিচালক নাদিম মাহমুদ

সেইসাথে নাদিম মাহমুদ আরও জানিয়েছেন, পিসিবি এই টুর্নামেন্টের আয়োজন করেছে তরুণ খেলোয়াড়দের খুঁজে বের করতে। তাদের এখন থেকেই যত্ন নিতে। বয়স লুকিয়ে খেলা কোনো ক্রিকেটারকেই তাই সুযোগ দেয়া হবে না অংশগ্রহণের। সেইসাথে যারা অংশগ্রহণ করেছে তাদের ভবিষ্যত এবং দলগুলোর ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা কর্মকর্তাদের নিয়েও সিদ্ধান্ত নিবে পিসিবি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img