গত মাসের কথা, এই সংযুক্ত আরব আমিরাতেই বসেছিল আইপিএলের আসর। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলার সুযোগ পাচ্ছিলেন না ওয়ার্নার, পাচ্ছিলেন না রানের দেখা। শেষ অব্দি দল থেকেই নিজেকে নিয়েছিলেন সরিয়ে, হায়দ্রাবাদের খেলা দেখেছেন গ্যালারীতে বসেই।
👉 October ➜ Down and out in the IPL
👉 November ➜ Match-winner in a World Cup finalWhat a comeback from David Warner 🔥
📝 https://t.co/ejaVX07a0O | #T20WorldCup pic.twitter.com/7hwyzEytKr
— ESPNcricinfo (@ESPNcricinfo) November 14, 2021
বিশ্বকাপ খেলতে দলের সাথে যোগ দিলেন যখন, কম প্রশ্ন হয়নি তার একাদশে থাকা নিয়ে। একের পর এক প্রশ্নে জর্জরিত করা হয়েছে অস্ট্রেলিয়ার অধিনায়ক থেকে শুরু করে কোচ সকলকেই। বিশ্বকাপের শুরুতে যেই ওয়ার্নারের একাদশে জায়গা পাওয়া নিয়ে উঠেছিল প্রশ্ন, টুর্নামেন্ট শেষে সেই ওয়ার্নারের হাতেই টুর্নামেন্ট সেরার পুরস্কার! এ যেনো রুপকথাকেও হার মানায়।
Finch always had faith in Warner 🙌https://t.co/SV1vD3Q9YL | #T20WorldCup pic.twitter.com/V73tvDGhFt
— ESPNcricinfo (@ESPNcricinfo) November 15, 2021
ওয়ার্নারকে নিয়ে শঙ্কায় ছিল অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্টও। কিন্তু, ওয়ার্নারে পূর্ণ আস্থা ছিল অ্যারন ফিঞ্চের। বিশ্বকাপের শুরুতে কোচ জাস্টিন ল্যাঙ্গারকে কল করেছিলেন অজি অধিনায়ক, এবং বলেছিলেন ওয়ার্নারকে নিয়ে চিন্তা না করতে। সে যোদ্ধা, খেলাটার গ্রেট ব্যাটসম্যান। ম্যাচ শেষে এমনটা জানিয়েছেন ফিঞ্চ নিজেই।
“অনেকেই হয়তো ভাবেননি ওয়ার্নার টুর্নামেন্ট সেরা হবেন। আমি কিন্তু ভেবেছিলাম। বিশ্বাস করুন, আমি সত্য বলছি। কয়েকমাস আগে জাস্টিন ল্যাঙ্গারকে কল করে বলেছিলাম, ‘ডেভিকে নিয়ে চিন্তা করিওনা। সে বিশ্বকাপের সেরা খেলোয়াড় হবে।‘ সে একজন যোদ্ধা এবং এই খেলাটার গ্রেট ব্যাটসম্যান”
289 runs. 89* high score. 32 fours. 10 sixes
Congratulations on a fantastic tournament, David Warner 🏅#T20WorldCup pic.twitter.com/m5XfzCRAA6
— ICC (@ICC) November 15, 2021
ভাগ্যিস ওয়ার্নারের ওপর আস্থা রেখেছিলেন ফিঞ্চ, দিয়েছেন কোনো চাপ ছাড়াই খেলার সুযোগ। ওয়ার্নারও দিয়েছেন আস্থার প্রতিদান, হয়েছেন বিশ্বকাপসেরা খেলোয়াড়। সাত ম্যাচে ৪৮ গড়ে করেছেন ২৮৯ রান। দলকে টি-টোয়েন্টিতে প্রথম শিরোপা এনে দেওয়ার পথে রেখেছেন অনন্য ভূমিকা।