২৪ জানুয়ারি ২০২৫, শুক্রবার

ভাগ্যিস বৃষ্টি এলো!

- Advertisement -

আকাশে মেঘ, প্রকৃতিতে বাতাস! পেসারদের জন্য আদর্শ কন্ডিশন, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। শুরুতেই তাই অনুমিতভাবেই বোলিংয়ে দুই পেসার। কিন্তু, দুজনের কেউই পারেননি বিশেষ কিছু করতে।

টেস্ট ক্রিকেটে শুরুর এক ঘন্টা সবসময়ই পার্থক্য গড়ে দেয়। অথচ এই সময়ে দুই পেসার ৩৮টি বল করে উইকেটের সুযোগ তৈরী করতে পারেননি একটাও! উল্টো দুজনে মিলে রান দিয়েছেন ২৭! বৃষ্টিতে খেলা থেমে যাওয়ার পূর্বে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১৮৮; ৭১ রানে অপরাজিত আছেন অধিনায়ক বাবর আজম, ৫২ রানে আজহার আলী।

খেলার শুরুর সময় বেশ কয়েকবার বদলেছে, বদলেছে মিরপুরের আবহাওয়াও। শুধু বদলায়নি আজহার আলী-বাবর আজমের ব্যাটিং। দিনের শুরুতেই পূরণ করেছেন নিজেদের চতুর্থ শত রানের জুটি; এবাদত হোসেনকে টানা দুই বলে দুই চার মেরে অর্ধশতকও তুলে নিয়েছেন আজহার।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img