১২ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

ভাবিনি আবার টেস্ট ক্রিকেটে ফিরতে পারব: রাহুল

- Advertisement -

জাতীয় টেস্ট দলের সহ-অধিনায়ক হয়ে সাউথ আফ্রিকায় গিয়েছেন লোকেশ রাহুল, অথচ তিনি নাকি আশাই ছেড়ে দিয়েছিলেন টেস্ট খেলার। সাম্প্রতিক সময়ের সেরা পারফর্মারদের একজন রাহুল, সবধরণের ফরম্যাটেই দলের অবিচ্ছেদ্য অংশ। সেই রাহুলই সতীর্থ মায়াঙ্ক আগারওয়ালের সাথে কথোপকথনের সময় জানিয়েছেন আবার কখনো টেস্ট ক্রিকেটের জার্সি গায়ে জড়াতে পারবেন এই স্বপ্নটাই ফিকে হতে শুরু করেছিল।

“ছয়-সাত মাস কিংবা এক বছর আগেও ভাবিনি আবার টেস্ট ক্রিকেটে ফিরতে পারব। দৃশ্যপটটা চোখের পলক ফেলতেই বদলে গেছে এবং আমি অত্যন্ত খুশি”- বলছিলেন রাহুল

সেইসাথে নতুন দায়িত্ব পেয়েও বেশ খুশি ভারতীয় ওপেনার, “সহ-অধিনায়কের দায়িত্ব পালন করতে পারাটা আমার জন্য বিশেষ কিছু। বরাবরের মতোই নিজের সেরাটা উজাড় করে দেয়ার এবং দলকে অনেক সাফল্যে এনে দেয়ার চেষ্টা করব।”

রোহিত শর্মার অনুপস্থিতে টেস্ট সিরিজে ভিরাট কোহলির ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন লোকেশ রাহুল। সেইসাথে, সাদা বলের ক্রিকেটে রোহিত শর্মার ডেপুটির দায়িত্ব পালন করবেন ভারতীয় ওপেনার।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img