৯ ডিসেম্বর ২০২৪, সোমবার

ভারতকে নিয়ে ‘চারজাতির টুর্নামেন্ট’ খেলতে চায় পাকিস্তান

- Advertisement -

ক্রিকেটে ভারত-পাকিস্তানের দ্বৈরথ দেখতে মুখিয়ে থাকে পুরোবিশ্ব। অথচ, আইসিসির বড় কোনো আসর ছাড়া এই দুই দলের খেলা দেখার সৌভাগ্য একেবারেই মেলে না দর্শকদের। সম্প্রতি, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা ভারতের সাথে প্রতি বছর ‘টি-টোয়েন্টি সুপার সিরিজ’ খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। অবশ্য শুধুমাত্র ভারত নয়, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডকে নিয়ে চারজাতির টুর্নামেন্ট আয়োজন করতে চান রমিজ।

“প্রিয় ভক্তরা, কেমন হয় যদি প্রতি বছর পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডকে নিয়ে চারজাতির টি-টোয়েন্টি সুপার সিরিজ আয়োজন করা যায়। ভাবুন, আমাদের মধ্যে একদল জয়ী হবে”-নিজের টুইটার অ্যাকাউন্টে লিখেছেন রমিজ

 

পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই চেয়ারম্যানের ভাবনার সাথে মিল রেখে যদি সত্যি সত্যিই এমন কোনো টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হয়, তবে নিঃসন্দেহেই আইসিসি প্রচুর লাভবান হবে। সেই লভ্যাংশের টাকা ক্রিকেট খেলুড়ে বাদবাকি দলের সাথেও ভাগাভাগি করে নেয়ার প্রস্তাব জানিয়েছেন তিনি, “আসর থেকে যেই অর্থ আসবে তার লভ্যাংশ আইসিসির অন্যান্য সদস্যদের মধ্যে ভাগ করে দেয়া যেতে পারে।“    

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img