১৩ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার

ভারতকে ২৬৬ রানের লক্ষ্য দিল টাইগাররা

- Advertisement -

এশিয়া কাপে সুপার ফোরে ভারতের বিপক্ষে আগে ব্যাটিং করে ২৬৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৮০ রানের ইনিংস খেলেন অধিনায়ক সাকিব আল হাসান। জয়ের জন্য ভারতের প্রয়োজন ২৬৬ রান।

ওপেনিংয়ে নেমে শুরুতে আশা জাগিয়েছিলেন তানজিদ হাসান তামিম। তবে দ্বিতীয় সুযোগটা কাজে লাগাতে পারেননি তিনি। ১২ বলে ১৩ রান করে শার্দূল ঠাকুরের বলে প্যাভিলিয়নে ফেরেন। এশিয়া কাপে প্রথমবার ওপেনিংয়ে নেমে নিরাশ করেছেন লিটন দাশ। রানের খাতা খোলার আগে মোহাম্মদ শামির বলে বোল্ড হয়ে ফেরেন তিনি।

টুর্নামেন্টে প্রথমবারের মতো সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেননি এনামুল হক বিজয়ও। শার্দূলের শট বলে পুল করতে গিয়ে ক্যাচ দেন তিনি। প্যাভিলিয়নে ফেরার আগে করতে পেরেছেন ১১ বলে ৪ রান। পাঁচ নম্বরে এসে ব্যর্থ হন দুই বার জীবন পাওয়া মেহেদি হাসান মিরাজ। দশম ওভারে তাঁর ক্যাচ মিস করেন তিলক ভার্মা ও সূর্য কুমার যাদব। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি মিরাজ। ১৪তম ওভারে অক্ষর প্যাটেলের বলে আউট হওয়ার আগে ২৮ বলে ১৩ রান করেন তিনি।

৫৯ রানের মধ্যে চার উইকেট হারিয়ে বিপদে পড়েছিল বাংলাদেশ। এরপর তাওহীদ হৃদয়কে নিয়ে দলের হাল ধরেন সাকিব। দুজনে মিলে গড়েছিলেন ১১৫ বলে ১০১ রান। উইকেটে এসে দারুণ খেলতে থাকা সাকিব ছুটছিলেন সেঞ্চুরির দিকে কিন্তু হতাশা নিয়ে ফিরেছেন তিনি। শার্দূল ঠাকুরের বলে বোল্ড হওয়ার আগে করেন ৮৫ বলে ৬ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৮০ রান।

৮৫ বলে ৮০ রানের ইনিংস খেলেছেন সাকিব

সাকিব ফিরে যাওয়ার পর ফিফটির দেখা পাওয়া হৃদয়ের ব্যাটে লড়াকু সংগ্রহের পথেই ছিল। দারুণ খেলতে থাকা ডানহাতি এ ব্যাটার শামিকে পুল করতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ দিয়ে ফেরেন। তার আগে হৃদয়ের ব্যাট থেকে আসে ৮১ বলে ৫ বাউন্ডারি ও দুই ছক্কায় ৫৪ রান। উইকেটে এসে দারুণ ব্যাটিং করেছেন নাসুম আহমেদ। ৪৭.২ ওভারে প্যাভিলিয়নে ফেরার আগে খেলেছেন ৪৫ বলে ৬ বাউন্ডারি ও ১ ছক্কায় ৪৪ রানের ক্যারিয়ার সেরা ইনিংস। মাহেদী হাসানের ব্যাট থেকে এসেছে ২৩ বলে ২৯ রান। আর তাতেই ২৬৫ রানে থামে টাইগারদের ইনিংস।

ভারতের হয়ে ১০ ওভারে ৬৫ রান দিয়ে তিনটি উইকেট শিকার করেছেন শার্দূল ঠাকুর। মোহাম্মদ শামি দুই উইকেট নিতে খরচ করেছেন ৩২ রান। একটি করে উইকেট শিকার করেন অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা ও প্রসিধ কৃষ্ণা।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img