১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার

ভারতীয় ক্রিকেট গম্ভীর-সূর্য অধ্যায় শুরু

- Advertisement -

৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এখন শ্রীলঙ্কায় ভারত জাতীয় ক্রিকেট দল। বিশ্বকাপ জেতানো ক্যাপ্টেন রোহিত শর্মা আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলেছেন। হেড কোচের দায়িত্ব ছেড়েছেন রাহুল দ্রাবিড়ও। মাঝে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলেছে ভারত। তবে দেশটার ক্রিকেটের নতুন অধ্যায় মূলত শুরু হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে।

সব পরিকল্পনা অনুযায়ী চললে, শনিবার পাল্লেকেলেতে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজ দিয়েই ভারতীয় ক্রিকেটের দায়িত্ব নিচ্ছেন গৌতম গম্ভীর। অধিনায়ক হিসেবে শুরু হবে সূর্যকুমার যাদবের নতুন অধ্যায়।

রোহিত শর্মার অবসরের পর হার্দিক পান্ডিয়ার নেতৃত্ব পাওয়াটাকেই মনে হচ্ছিল সময়ের ব্যাপার। তবে গম্ভীর হেড কোচের দায়িত্ব নেওয়ার পর বদলে যায় প্রেক্ষাপট। দায়িত্ব দেওয়া হয় সূর্যকুমারকে। এমনকি সহ-অধিনায়কও রাখা হয়নি হার্দিককে। সহ-অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে শুবমান গিলকে।

টি-টোয়েন্টি দলে না থাকলেও তিন ম্যাচ সিরিজের ওয়ানডে দলে ঠিকই আছেন রোহিত শর্মা- বিরাট কোহলি।

ভারতের টি-টোয়েন্টি দল:

সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুবমান গিল (সহ-অধিনায়ক), ঋষভ পন্ত (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, যশস্বী জয়সোয়াল, রিংকু সিং, রিয়ান পরাগ, শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণয়, অর্শদীপ সিং, খলিল আহমেদ, মোহাম্মদ সিরাজ।

ভারতের ওয়ানডে দল:

রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, লোকেশ রাহুল (উইকেটকিপার), ঋষভ পন্ত (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, শ্রেয়াস আইয়ার, শিবম দুবে, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, অর্শদীপ সিং, রিয়ান পরাগ, অক্ষর প্যাটেল, খলিল আহমেদ, হার্শিত রানা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img