সন্তান সম্ভ্যবা স্ত্রী আনুশকা শর্মার পাশে থাকতে এক টেস্ট খেলেই অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছুটি নিয়েছেন ভিরাট কোহলি। অ্যাডিলেডে ৩৬ রানে অলআউট হওয়ার কেলেংকারির জন্য কাঠগড়ায় এখন ভারতীয় ক্রিকেটাররা। ভারতের সাবেক ক্রিকেটাররা সমালোচনার ঝড় তুলেছেন। সেই সমালোচনায় বাড়তি রসদ যুগিয়েছে ভিরাট কোহলির ছুটি।
কোহলির দেশে ফিরা নিয়ে সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার দলে বৈষম্যের অভিযোগ তুলেছেন। নিজের একটি কলামে তিনি লিখেছেন- “কোহলি ছুটি পেলে কেন নটরাজন পাননি। আইপিএলের প্লে-অফ যখন চলছিল, তখন প্রথমবারের মতো নটরাজন বাবা হয়েছিলেন। কিন্তু ওকে বলা হয়েছিল অস্ট্রেলিয়া সিরিজের জন্য থেকে যেতে। শুধু তাই নয়, ও ভারতীয় দলেও ছিল না। ও ছিল নেট বোলার। ভাবুন একবার! বাবা হওয়ার সময় তাকে ছুটি দেয়া হচ্ছে না। অস্ট্রেলিয়া সিরিজ শেষ হলে, অর্থাৎ জানুয়ারির তৃতীয় সপ্তাহের আগে সে দেশে ফিরতে পারবে না। উল্টো দিকে দলের অধিনায়ক বাবা হবেন বলে প্রথম টেস্ট খেলেই দেশে ফিরে আসছে। একেক জনের জন্য একেক রকম নিয়ম” এটা মানতে পারছেন না ভারতের কিংবদন্তী এই ক্রিকেটার।