এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ভারতের কাছে ২২৮ রানে হেরেছে পাকিস্তান। ভারতের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট নিয়েছেন চায়নাম্যান বোলার কুলদীপ যাধব।
ভারতের ৩৫৮ রানের পাহাড়সম লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি পাকিস্তানের, দলীয় ৪৫ রানের মধ্যেই তিন পাকিস্তানি ব্যাটার ইমাম-উল-হক (৯), বাবর আজম (১০) এবং মোহাম্মদ রিজওয়ানের (২) উইকেট হারায় তারা। এরপর কিছুক্ষণ টিকে থাকলেও তেমন কিছুই করতে পারেননি আরেক ওপেনার ফখর জামান। দলীয় ৭৭ রানে তিনি আউট হন।
এরপর বাকি পাকিস্তানি ব্যাটাররাও ছিলেন আশা যাওয়ার মধ্যেই। শুরুটা ভারতীয় পেসাররা করলেও, শেষের দিকে পাকিস্তানের মিডেল অর্ডার এবং লোয়ার অর্ডার একাই ধসিয়ে দেন চায়নাম্যান কুলদীপ যাদব। যার ফলে মাত্র ১২৮ রানেই ইনিংস শেষ হয় পাকিস্তানের। তাদের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেছেন ওপেনার ফখর জামান।
এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে ভিরাট কোহলী এবং লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরিতে ৩৫৬ রানের পাহাড়সম স্কোর গড়ে ভারত। পাকিস্তানের হয়ে শাদাব খান এবং শাহিন শাহ আফ্রিদি নিয়েছেন একটি করে উইকেট।