১১ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার

ভারতের কাছে পাত্তাই পেল না আফগানিস্তান

- Advertisement -

আফগানিস্তান আগে ব্যাটিং করে ২৭২ রান করার পর, অনেকেই হয়তো ভেবেছিলেন রশিদ খান-মুজিবুর রহমানদের বিপক্ষে ভারতের জেতা সহজ হবে না। কিন্তু ম্যাচে ঘটেছে তার উল্টো, রোহিত শর্মাদের কাছে পাত্তাই পায়নি আফগান বোলাররা। তাতেই বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটের হার নিয়ে মাঠ ছেড়েছে হাশমতউল্লাহ শহিদির দল।

রান তাড়ায় শুরুটা ভালো করেন দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও ঈশান কিষাণ। দুজনে মিলে গড়েন ১৫৬ রানের জুটি। ফিফটি মিসের হতাশা নিয়ে ফিরেছেন ঈশান। তবে আক্রমণাত্মক ব্যাটিং করা রোহিত ঠিকই সেঞ্চুরি তুলে নিয়েছেন। রশিদের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরার আগে করেছেন ৮৪ বলে ১৬ বাউন্ডারি ও ৫ ছক্কায় ১৩১ রান।

উইকেটে আসার পর দারুণ ব্যাটিং করেছেন বিরাট কোহলি। ৫৬ বলে ৫৫ রানের অপরাজিত ইনিংস খেলে জয় নিয়ে মাঠ ছাড়েন তিনি। এই নিয়ে বিশ্বকাপে টানা দুই ম্যাচ জিতল ভারত।

এর আগে অধিনায়ক শহিদি ও আজমতউল্লাহ ওমরজাইয়ের ফিফটিতে ২৭২ রানের সংগ্রহ পায় আফগানিস্তান।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরুটা ভালো করেছিলেন দুই আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইবরাহিম জাদরান। ২৮ বলে ২২ রান করা জাদরানকে ফিরিয়ে ৩২ রানের জুটি ভাঙ্গেন জাসপ্রিত বুমরাহ। দারুণ ব্যাটিং করতে থাকা গুরবাজ পারেননি ইনিংস বড় করতে। ২৮ বলে ৩ চার ও ১ ছক্কায় ২১ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। উইকেটে এসে বেশিক্ষণ টিকতে পারেননি রহমত শাহ।

এরপর দলের হাল ধরেন অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি ও আজমতউল্লাহ ওমরজাই। ১২৮ বলে ১২১ রানের জুটি গড়েন তারা। ৬৯ বলে দুই বাউন্ডারি ও চার ছয়ে ৬২ রান করা ওমরজাইকে ফিরিয়ে সেই জুটি ভাঙ্গেন হার্দিক পান্ডিয়া। সেঞ্চুরির দিকে ছুটছিলেন শহিদি। তবে কুলদ্বীপ যাদবকে রিভার্স সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। তার আগে আফগান অধিনায়কের ব্যাট থেকে আসে ইনিংসের সর্বোচ্চ ৮০ রান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img