বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ১৬০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। তাতেই কপাল খুলেছে বাংলাদেশের। রোহিত শর্মার দল ডাচদের বিপক্ষে জেতায় আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের খেলা নিশ্চিত হয়েছে।
২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে চলমান বিশ্বকাপে পয়েন্ট টেবিলের আটের মধ্যে থাকতে হতো বাংলাদেশকে। নেদারল্যান্ডস ভারতকে হারালে পয়েন্ট টেবিলেন নয়ে নেমে যেত টাইগাররা।
ভারতের দেওয়া ৪১১ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৫০ রানে গুটিয়ে গেছে নেদারল্যান্ডস। ডাচদের হয়ে সর্বোচ্চ ৫৪ রানের ইনিংস খেলেছেন তেজা নিদামানুরু।
এদিন শুরুতেই উইকেট হারায় নেদারল্যান্ডস। দলীয় ৫ রানের মাথায় মোহাম্মদ সিরাজের বলে উইকেটের পেছনে রাহুলকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন ওয়েসলি বারেসি। এরপর ৬১ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন ম্যাক্স ও’ডাউড ও কলিন অ্যাকারম্যান। ৩২ বলে ৩৫ রান করা অ্যাকারম্যানকে ফিরিয়ে সেই জুটি ভাঙ্গেন কুলদ্বীপ যাদব।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে নেদারল্যান্ডস। বারেসি ছাড়া ডাচদের পরের আট ব্যাটারই পেয়েছেন দুই অঙ্কের দেখা। কিন্তু নিদামানুরু ছাড়া ইনিংস বড় করতে পারেনি কেউ। ৩৯ বলে ৫৪ রান করে শেষ ব্যাটার হিসেবে আউট হয়েছেন তিনি।
ভারতের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ সিরাজ, জাসপ্রিত বুমরাহ, কুলদ্বীপ যাদব ও রবীন্দ্র জাদেজা। একটি করে উইকেট শিকার করেছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা।
এর আগে বেঙ্গালুরুতে আগে ব্যাটিংয়ে নেমে ৪১০ রান সংগ্রহ করে ভারত। স্বাগতিকদের হয়ে সেঞ্চুরির দেখা পেয়েছেন শ্রেয়াস আইয়ার ও লোকেশ রাহুল। এছাড়াও ফিফটি করেছেন রোহিত, শুবমান গিল ও বিরাট কোহলি।