২৭ জুলাই ২০২৪, শনিবার

ভারতের পাশে ক্রিকেট অস্ট্রেলিয়া

- Advertisement -

করোনার প্রকোপ ছড়িয়ে পুরো পড়েছে ভারতজূড়ে। তবে চলছে আইপিএল। তবে ভারতের এমন পরিস্থিতিতে এগিয়ে এসেছেন ক্রিকেটাররা। কামিন্স থেকে শুরু করে, শিখর ধাওয়ান কিংবা পান্ডিয়া ব্রাদার্স। এই লিস্টে আছে সাবেক অজি পেসার ব্রেট লি’র নামও। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ), ভারতে করোনা আক্রান্তদের চিকিৎসায় এগিয়ে আসার খবর চমকপ্রদই।

ভারতের করোনা মোকাবিলায় সোমবার ইউনিসেফ-এর মাধ্যমে ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলার আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করে  অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড।

আর্থিক সহায়তা করলেও অজি খেলোয়াড়দের দেশে ফেরাতে স্পেশাল চার্টার্ড  বিমান না পাঠানোর সিদ্ধ্বান্তে অনড় সিএ। কিছুদিন আগে অজি ওপেনার ক্রিস লিন অনুরোধ করেছিলেন আইপিএলে অংশ নিতে ভারতে অবস্থান করা অজি খেলোয়াড়দের দেশে ফেরাতে যেন স্পেশাল চার্টার্ড বিমানের ব্যাবস্থা করে বোর্ড। কিন্ত বোর্ড সাফ জানিয়ে দেয়, তারা নিজেদের প্রয়োজনে ওখানে গিয়েছে, তাদের নিজেদের মতো করেই আসতে হবে।

পুরোনো সিদ্ধান্তেই অবিচল ক্রিকেট অস্ট্রেলিয়া। বোর্ড প্রধান নিক হকলি জানিয়েছেন, অজি খেলোয়াড়দের  চার্টার্ড বিমানে দেশে ফেরানোর কোনো পরিকল্পনাই তাদের নেই ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img