টসে জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। রশিদ খানও বলেছিলেন, টসে জিতলে তারাও আগে ব্যাটই করতেন। বার্বাডোজের উইকেট তুলনামূলক ব্যাটিং সহায়ক। সেই উইকেটের ফায়দা নিয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৮১ করেছিল ভারত। জবাবে পুরো ২০ ওভার ব্যাট করে ১৩৪ রানে অল আউট হয়েছে আফগানরা। ৪৭ রানে জিতেছে ভারত।
ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ২০ বলে ২৬ রান আসে আজমতউল্লাহ ওমরজাইয়ের ব্যাট থেকে। নাজিবুল্লাহ জাদরান করেন ১৭ বলে ১৯ রান। ১৪ বলে ১৪ রান করে আউট হন মোহাম্মদ নবী। শেষমেশ রশিদ খানের দল অল আউট হয়েছে ১৩৪ রানে।
ভারতের পক্ষে ৪ ওভারে ৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছে জাসপ্রীত বুমরা। এছাড়া ৪ ওভারে ৩৬ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন আর্শদীপ সিং।
ব্যাটিং ইনিংসে নিয়মিত উইকেট হারালেও ভারত রানের গতি থামায়নি। ম্যাচসেরা সুরিয়াকুমার জাদব খেলেন ২৮ বলে ৫৩ রানের ইনিংস। রিশাব পান্থ করেছেন ১১ বলে ২০ রান। ২৪ বলে ৩২ রান করেছেন হার্দিক পান্ডিয়া। বিরাট কোহলি করেন ২৪ বলে ২৪ রান। রোহিত শর্মার ব্যাট থেকে আসে ১৩ বলে ৮ রান। আফগানিস্তানের পক্ষে তিনটি করে উইকেট নিয়েছেন রশিদ খান এবং ফাজালহক ফারুকি।
ভারতের পরের ম্যাচ ২২ জুন বাংলাদেশের বিপক্ষে। আফগানিস্তান খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে।