চোটে পড়েছেন অস্ট্রেলিয়ার স্পিনার অ্যাডাম জাম্পা। সাঁতার কাটতে গিয়ে মুখে আঘাত পেয়েছেন তিনি। তাতেই ভারতের বিপক্ষে অজি এ স্পিনারের খেলা নিয়ে রয়েছে শঙ্কা! জাম্পার চোট পাওয়ার বিষয়টি জানিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সে (জাম্পা) পুলের দেয়াল বরাবর সাঁতার কেটে গেছে। সে বলেছে, তার চোখ বন্ধ ছিল এবং ভেবেছিল, সোজাই সাঁতার কাটছে। কিন্তু সে পুলের দেয়ালে গিয়ে ধাক্কা খেয়েছে। সে ভালোই আছে। তবে কিছুটা ব্যথা অনুভব করছে”
এর আগে ইনজুরির কারণে অ্যাস্টন অ্যাগার বিশ্বকাপ দল থেকে ছিটকে গিয়েছেন। তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন মারনাস লাবুশেন। এছাড়াও মার্কাস স্টয়ানিসের ভারতের বিপক্ষে খেলা নিয়ে রয়েছে সংশয়। এই বিষয়ে কামিন্স বলেন, “স্টয়নিসের চোট আছে। সে খেলবে কি না, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না”
অ্যাগার না থাকায় অজি স্কোয়াডে বিশেষজ্ঞ স্পিনার ছিলেন একমাত্র জাম্পা। চোটের কারণে যদি শেষ পর্যন্ত তিনি না খেলতে পারেন। তাহলে ভুগতে হতে পারে স্টিভ স্মিথদের। কারণ, চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে স্পিন বোলিংটা অনেক কার্যকরী। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে বিশেষজ্ঞ স্পিনার ছাড়া খেলতে নামা অজিদের জন্য হতাশার।