১০ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না ওয়ার্নার

- Advertisement -

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ওয়ার্নারের মতো থাকছেন না অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক, ক্যামেরন গ্রিন ও মিচেল মার্শ।

ওয়ার্নারের বদলে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজে অভিষেক হওয়া অ্যারন হার্ডিকে ডেকে পাঠানো হয়েছে। এছাড়াও স্পেন্সার জনসনের বদলে কেইন রিচার্ডসন অজি স্কোয়াডে সুযোগ পেয়েছেন।

বিশ্বকাপে দারুণ খেলেছেন ওয়ার্নার। টুর্নামেন্টে ৪৮.৫৩ গড়ে ৫৩৫ রান করেছেন বাঁহাতি এ ওপেনার। ওয়ার্নার আগেই ঘোষণা দিয়ে রেখেছেন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের পর আর লাল বলের ক্রিকেট খেলবেন না। অস্ট্রেলিয়ার সাদা জার্সিতে নিজের শেষটা রাঙাতে হয়তো ভারতের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার ধকল নিতে চাচ্ছেন না ওয়ার্নার।

বিশ্বকাপ শেষে বিশ্রামের সুযোগ পাচ্ছে না অস্ট্রেলিয়ার খেলোয়াড়েরা। ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে। এরপর ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের দুটি সিরিজ খেলবে তারা।

ভারতের বিপক্ষে এই টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেবেন ম্যাথু ওয়েড। শোনা যাচ্ছে, এ সংস্করণে অস্ট্রেলিয়ার স্থায়ী অধিনায়কত্ব পেতে পারেন অলরাউন্ডার মিচেল মার্শ। তার অধীনেই সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার সফরে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। এ সিরিজে অজিদের প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডও থাকছেন না। তার জায়গায় দায়িত্ব সামলাবেন আন্দ্রে বোরোভেচ।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img