১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

ভারতের বিপক্ষে পাকিস্তান দল ভয় পাচ্ছিল: মঈন

- Advertisement -

বিশ্বকাপে ভারতের কাছে পাকিস্তানের শোচনীয় পরাজয়ের পর থেকেই বাবর আজমদের সমালোচনায় মুখর পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। এবার সেই তালিকায় যোগ দিলেন দেশটির সাবেক ক্রিকেটার মঈন খান। রোহিত শর্মা-বিরাট কোহলিদের বিপক্ষে মোহাম্মদ রিজওয়ান-শাদাব খানরা ভয় পাচ্ছিল বলে মনে করেন মঈন।

পাকিস্তানের ক্রীড়াবিষয়ক চ্যানেল- এ স্পোর্টসকে তিনি বলেন, “পাকিস্তান দল ভয় পাচ্ছিল; যা তাদের শারীরিক ভাষায় ফুটে উঠেছে, ‘ওটার কারণে (বাবরের খেলার ধরন) স্পষ্ট বোঝা যাচ্ছিল পুরো দল চাপে আছে। তারা ঠিকঠাক শট খেলতে পারেনি। শট খেলতে গেলেই আউট হয়ে যাবে, ওরা এই ভয় পাচ্ছিল। কোনো ব্যাটারের মধ্যে আমি আক্রমণাত্মক মনোভাব দেখতে পাইনি”

শুধু পাকিস্তান দলের সমালোচনা করেই থামেননি মঈন। বাবরের সমালোচনাও করেছেন তিনি। পাকিস্তান অধিনায়কের আরও আক্রমণাত্মক ব্যাটিং করা উচিত ছিল বলে মনে করেন সাবেক উইকেট কিপার এ ব্যাটার।

পাকিস্তানের সাবেক ক্রিকেটার মঈন খান

“ব্যাটিংয়ের সময় বাবরের খেলার কৌশল দেখে মনে হয়নি ওর স্বাভাবিক খেলাটা খেলছে। (ফিফটি করতে) ওর ৫৮ বল লেগেছে। ৪১ রানে পাকিস্তান প্রথম উইকেট হারিয়েছিল। এরপর সে যখন ব্যাটিংয়ে নামল, তখন পিচের অবস্থা খুব ভালো ছিল। ওর উচিত ছিল আরেকটু আক্রমণাত্মক ব্যাটিং করে রানপ্রবাহ বজায় রাখা। এ ধরনের ব্যাটিং পুরো দলের মধ্যে প্রতিফলিত হয়। তাই অধিনায়ক নিজেই যখন তার শটগুলো খেলতে ভয়, সেটা দলের অন্যদের মধ্যেও একই রকম প্রতিক্রিয়া সৃষ্টি করে”– মঈন

প্রথম দুই ম্যাচে জেতার পর তৃতীয়টিতে এসে হারের মুখ দেখেছে পাকিস্তান। আগামী ২০ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাবর-রিজওয়ানরা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img