সময়টা ভালো যাচ্ছে না পাকিস্তান অধিনায়ক বাবর আজমের। এশিয়া কাপে নেপালের বিপক্ষে সেঞ্চুরির পর থেকেই ব্যাটে বড় রানের দেখা নেই। বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে করেছেন যথাক্রমে ৫ ও ১০ রান। তাতেই সমালোচনা শুরু হয়েছে পাকিস্তান অধিনায়কের। তবে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই বাবর ফর্মে ফিরবে মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার শেন ওয়াটসন।
তিনি বলেন, “দেখুন, সে দারুণ একজন খেলোয়াড়। হ্যাঁ, তার খারাপ সময় যাচ্ছে। সে ভারতের বিপক্ষে খেলতে পুরোপুরি প্রস্তুত। এই ম্যাচ দিয়েই ফর্মে ফিরতে পারেন। কখনো কখনো আপনি খুব বেশি ছন্দে থাকবেন না, তার ক্ষেত্রেও সেটাই হচ্ছে”
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে বাবর রান না করলেও জয় পেতে খুব একটা সমস্যা হয়নি পাকিস্তানের। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারানোর পর, দ্বিতীয় ম্যাচে বিশ্বকাপের রানতাড়ার রেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে হারিয়েছে মোহাম্মদ রিজওয়ান-আব্দুল্লাহ শফিকরা।
তবে ভারতের বিপক্ষে ম্যাচ, অন্য আর আট-দশটা ম্যাচের চেয়ে ভিন্ন। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের লড়াই দেখার জন্য মুখিয়ে থাকে সমর্থকরা। এমন ম্যাচে পাকিস্তান অধিনায়কের ফর্মে ফেরা, দলের জন্য হবে বিশাল পাওয়া। এখন পর্যন্ত ওয়ানডে বিশ্বকাপে ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। ৭ বারের দেখায় প্রতিবারই হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের।
আগামী ১৪ অক্টোবর মাঠে গড়াবে ভারত-পাকিস্তান ম্যাচ।