১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

ভারতের বিপক্ষে সাদা বলের সিরিজ থেকে বিশ্রামে বাভুমা-রাবাদা

- Advertisement -

ভারতের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে টেম্বা বাভুমা ও কাগিসো রাবাদাকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে টেস্ট স্কোয়াডে আছেন তারা। বাভুমার অনুপস্থিতিতে ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম।

বাভুমার নেতৃত্বে ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে সাউথ আফ্রিকা। পুরো দল ভালো করলেও টুর্নামেন্টটা ভুলে যাওয়ার মতো কাটিয়েছেন বাভুমা। যা নিয়ে প্রোটিয়া অধিনায়কের সমালোচনাও হয়েছে অনেক।

টেস্ট সিরিজের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ত্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহাম ও নান্দ্রে বার্গার। টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ খেলার পর টেস্ট সিরিজের আগপর্যন্ত বিশ্রামে থাকবেন জেরাল্ড কোয়েৎজি, মার্কো ইয়ানসেন ও লুঙ্গি এনগিডি।

বাভুমার অধীনে ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে সাউথ আফ্রিকা

টি-টোয়েন্টি স্কোয়াড: এইডেন মারক্রাম (অধিনায়ক), ওত্নিয়েল বার্তমান, ম্যাথু ব্রিসকি, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েৎজি, ডোনোভান ফেরেইরা, রিজা হেনড্রিকস, মার্কো ইয়ানসেন, হাইনরিখ ক্লাসেন, কেশভ মহারাজ, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আন্দিলে ফেলুকায়ো, তাবরাইজ শামসি, ট্রিস্টান স্টাবস, লিজাড উইলিয়ামস।

ওয়ানডে স্কোয়াড: এইডেন মারক্রাম (অধিনায়ক), ওত্নিয়েল বার্তমান, নান্দ্রে বার্গার, টনি ডে জর্জি, রিজা হেনড্রিকস, হাইনরিখ ক্লাসেন, কেশভ মহারাজ, মিহ্লালি মুপংওয়ানা, ডেভিড মিলার, ভিয়ান মুল্ডার, আন্দিলে ফেলুকায়ো, তাবরাইজ শামসি, রাসি ফন ডার ডুসেন, কাইল ভেরাইনা, লিজাড উইলিয়ামস।

টেস্ট স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহ্যাম, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েৎজি, টনি ডে জর্জি, ডিন এলগার, মার্কো ইয়ানসেন, কেশভ মহারাজ, এইডেন মারক্রাম, ভিয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, কিগান পিটারসেন, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস, কাইল ভেরাইনা।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img