দুয়ারে আরেকটি যুব বিশ্বকাপের আগে আদর্শ ম্যাচ প্রস্তুতির সুযোগ নতুন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সামনে। বিশ্বকাপের আগে ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
তিন দলের এই টুর্নামেন্টে ভারত অনূর্ধ্ব-১৯ দলের সদস্যরা অংশ নেবে দুটি দলে ভাগ হয়ে। ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ ও ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ নামের দুটি দলের সাথে তৃতীয় দল হিসেবে যুক্ত হচ্ছে জুনিয়র টাইগাররা। খেলা হবে ডাবল রাউন্ড রবিন ভিত্তিতে। মানে এক দল অপর দুটি দলের বিপক্ষে খেলবে দুবার করে। সেরা দুই দল খেলবে ফাইনাল। সিরিজ শুরু ২৮ নভেম্বর। ৭ নভেম্বর ফাইনাল প্রতিটি ম্যাচ হবে কলকাতায়।
এমনিতে টাইগার যুবাদের বিশ্বকাপের প্রস্তুতি এখনো পর্যন্ত অম্লমধুর। মহামারীর পর আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজ জিতলেও শ্রীলঙ্কার বিপক্ষে ৫-০ তে ধবল ধোলাই হয়েছে আইচ-মফিজুলরা।
সময়সূচীঃ
২৮ নভেম্বর- ভারত ‘এ’ বনাম ভারত ‘বি’
২৯ নভেম্বর- ভারত ‘এ’ বনাম বাংলাদেশ
১ ডিসেম্বর- ভারত ‘বি’ বনাম বাংলাদেশ
২ ডিসেম্বর- ভারত ‘এ’ বনাম বাংলাদেশ
৪ ডিসেম্বর- ভারত ‘বি’ বনাম বাংলাদেশ
৫ ডিসেম্বর- ভারত ‘এ’ বনাম ভারত ‘বি’
৭ ডিসেম্বর- ফাইনাল
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলঃ মফিজুল ইসলাম, ইফতেখার হোসেন, প্রান্তিক নওরোজ, মেহরব হাসান, আইচ মোল্লাহ, আবদুল্লাহ আল মামুন, তাহজিবুল ইসলাম, আরিফুল ইসলাম, মুশফিক হাসান, রিপন মন্ডল, আশিকুর জামান, তানজিম সাকিব, রাকিবুল হাসান, নাইমুর রহমান, জিসান আলম, মোহাম্মদ ফাহিম।
অতিরিক্তঃ সাকিব শাহরিয়ার, মহিউদ্দিন তারেক, আহসান হাবিব লিওন, গোলাম কিবরিয়া, তৌহিদুল ইসলাম ফেরদৌস