১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

ভারতের বিশ্বকাপের দল ঘোষণা, নেই স্যামসন-তিলক

- Advertisement -

আসন্ন বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। এশিয়া কাপের মতো বিশ্বকাপের দলেও আছেন লোকেশ রাহুল ও শ্রেয়াস আইয়ার। এশিয়া কাপের স্কোয়াড থেকে বাদ পড়েছেন তিলক ভার্মা। এছাড়াও স্ট্যান্ডবাই তালিকায় থাকা সাঞ্জু স্যামসনের জায়গা হয়নি।

মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে দল ঘোষণা করেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক অজিত আগারকার। এসময় উপস্থিত ছিলেন রোহিত শর্মা। দলে সহ-অধিনায়ক হিসেবে থাকবেন হার্দিক পান্ডিয়া। এছাড়া রয়েছেন জাসপ্রিত বুমরাহ, সূর্যকুমার যাদব। ডাক পাননি যুজবেন্দ্র চাহাল।

এ বিষয়ে রোহিত বলেন, “যারা বাদ পড়েছে এই পরিস্থিতিটা তাদের জন্য খুব কঠিন এবং আমি জানি বাদ পড়লে কেমন লাগে। তবে আমরা সেরা ১৫ জনকেই বেছে নিয়েছি”

ভারত দল:

রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শুভমান গিল, ঈশান কিষান (উইকেটরক্ষক), ভিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img