“আসলে দেখেন এইটা তো আমাদের কন্ট্রোলে নাই, হ্যাঁ মানে অ্যাম্পায়ারদের ডিসিশন বা কোনোকিছু। হ্যাঁ, কিছু জিনিস নিয়ে বেশ কন্ট্রোভার্সি হচ্ছে যে ফেক থ্রো বা অন্যান্য জিনিস, ওগুলো আসলে আমাদের সম্পূর্ণ কন্ট্রোলের বাইরে। তো ঐটা নিয়ে চিন্তা করে লাভ নাই। আর তার থেকে বড় জিনিস ঐ ম্যাচটা এখন পাস্ট। তো সামনের যেই ম্যাচ আছে ঐটা নিয়ে চিন্তা করতে চাই।”
কথাগুলো বলছিলেন বাংলাদেশের গতিতারকা তাসকিন আহমেদ। শুক্রবার অ্যাডিলেডে অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের ও দলের পারফর্ম্যান্স নিয়ে সন্তুষ্টির কথার পাশাপাশি কথা বলেন ভারতের বিপক্ষে ম্যাচের বির্তকের বিষয়েও।
ভারতের সাথে ৫ রানে হেরে সেমির পথ থেকে অনেকটাই লাইনচ্যুত বাংলাদেশ। তবে সেমিফাইনাল খেলা হোক বা না হোক আপাতত পাকিস্তানকে হারানোই বাংলাদেশের মূল লক্ষ্য হিসেবে দেখছেন তাসকিন। রবিবার অ্যাডিলেডে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।