২৪ জানুয়ারি ২০২৫, শুক্রবার

ভারতের লিড ৫৩৯; নতুন কোনো রোমাঞ্চ অপেক্ষা করছে মুম্বাইয়ে?

- Advertisement -

নাটকীয়তায় ভরপুর মুম্বাই টেস্টে দ্বিতীয় দিন শেষে ভিরাট কোহলি চাইলে ফলোঅনে ফেলতে পারতেন কিউইদের, কিন্তু তা না করে তিনি নিয়েছেন দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করার সিদ্ধান্ত। ২৬৩ রানে এগিয়ে থেকে ইনিংসের শুরু করেছিল ভারত, দিনশেষে স্কোরবোর্ডে তুলেছিল বিনা উইকেটে ৬৯, লিড ৩৩২ রানের। তৃতীয় দিনে সেই রানটাকেই ৫৩৯ অব্দি নিয়ে গেছে স্বাগতিকরা; ইনিংস ডিক্লেয়ার করার আগে স্কোরবোর্ডে তুলেছে ৭ উইকেটে ২৭৬।

১০৭ রানের জুটি গড়েছেন দুজনে

অধিনায়ক ভিরাট কোহলি অর্ধশতকের আশা জাগিয়েও রাচীন রবীন্দ্রর বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন ৩৬ রান করেই। শেষদিকে ঝড়ো গতিতে রান তুলেছেন অক্ষর প্যাটেল; ২৬ বলে করেছেন অপরাজিত ৪১* রান। কোহলি না পারলেও অর্ধশতক তুলে নিয়েছেন মায়াঙ্ক আগারওয়াল। ৬২ রান করেছেন ভারতীয় ওপেনার। চেতেশ্বর পূজারা আর শুভমন গিল দুজনেই করেছেন ৪৭ করে।  প্রথম ইনিংসে ১০ উইকেট নেয়া এজাজ প্যাটেল দ্বিতীয় ইনিংসে ১০৬ রানে নিয়েছেন ৪ উইকেট। ৩টি উইকেট নিয়েছেন রবীন্দ্র।

দুজনের ব্যাট থেকে এসেছে ৮২ রান

টেস্ট ক্রিকেট ইতিহাসে দ্বিতীয়বারের মতো দুই টেস্টে চার অধিনায়ক, টসে জিতে ভারতের ব্যাটিংয়ের সিদ্ধান্ত, মায়াঙ্ক আগারওয়ালের ১৫০, এজাজ প্যাটেলের এক ইনিংসে ‘১০’ উইকেট, ভারতের ৩২৫ এবং নিউজিল্যান্ড অলআউট ৬২ রানেই! টেস্ট ম্যাচ শেষ হতে এখনও বাকি দুইদিন। নতুন কোনো রোমাঞ্চ কি অপেক্ষা করছে মুম্বাইয়ে?

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img