এখন পর্যন্ত চারটি বিশ্বকাপ জিতেছে ভারত। যার দুটিই মহেন্দ্র সিং ধোনির অধীনে। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপও অধিনায়ক হিসেবে জিতেছেন ধোনি। এমনকি ভারতকে তিনি জিতিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফিও। তারপরও ভারতের সর্বকালের সেরা একাদশে তাকে রাখেননি দিনেশ কার্তিক।
ধোনির অধীনে অনেকটা সময় খেলেছেন কার্তিক। তারপরও তাকে সেরা একাদশে রাখেননি তিনি। কার্তিকের একাদশে জায়গা হয়নি সৌরভ গাঙ্গুলিরও।
৩৯ বছর বয়সী কার্তিক সর্বকালের সেরা একাদশ গঠন করেছেন ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে। ক্রিকবাজে প্রকাশ করা সেই একাদশে ওপেনার হিসেবে কার্তিক রেখেছেন বীরেন্দর শেবাগ ও রোহিত শর্মাকে। উইকেট কিপার এ ব্যাটার যে দুইজনকে ওপেনার হিসেবে রেখেছেন, দুজনই আক্রমণাত্মক ব্যাটিং করতে পছন্দ করেন। তিন নম্বরে রাহুল দ্রাবিড়কে রেখেছেন কার্তিক। চারে শচীন টেন্ডুলকার ও পাঁচে বিরাট কোহলি। প্রথম পাঁচজনকে নিখাদ ব্যাটার হিসেবে রেখেছেন কার্তিক।
অলরাউন্ডার হিসেবে কার্তিকের একাদশে জায়গা পেয়েছেন যুবরাজ সিং ও রবীন্দ্র জাদেজা। সর্বকালের সেরা একাদশে চারজন স্পেশালিস্ট বোলার রেখেছেন কার্তিক। দুজন করে স্পিনার ও পেসার রেখেছেন তিনি। রবিচন্দ্রন অশ্বিন ও অনিল কুম্বলে জায়গা পেয়েছেন স্পিনার হিসেবে আর জাসপ্রিত বুমরাহ ও জহির খান রয়েছেন পেসার হিসেবে।
একাদশে দ্বাদশ খেলোয়াড় হিসেবে হরভজন সিংকে রেখেছেন কার্তিক।
দিনেশ কার্তিকের চোখে ভারতের সর্বকালের সেরা একাদশ: বীরেন্দর শেবাগ, রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, যুবরাজ সিং, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অনিল কুম্বলে, জাসপ্রিত বুমরাহ ও জহির খান।
দ্বাদশ খেলোয়াড়: হরভজন সিং।