আর মাত্র এক ম্যাচের অপেক্ষা। এরপরই নির্ধারণ হয়ে যাবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম চ্যাম্পিয়নের নাম। ঘরের মাঠে দাপট দেখিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত রোহিত শর্মার দল। অন্যদিকে প্রথম দুই ম্যাচ হেরে একটা সময় পয়েন্ট তালিকার নিচে নেমে যাওয়া অস্ট্রেলিয়া সবশেষ আট ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করেছে।
পুরো টুর্নামেন্ট জুড়ে প্রতিপক্ষকে খুব একটা পাত্তা দেয়নি ভারত। শুধুমাত্র দলটির ব্যাটাররা ভালো করছে এমন নয়, প্রতিটি বিভাগেই দাপট দেখিয়েছে স্বাগতিকরা। তাই অনেকেই রোহিতের হাতেই দেখছেন এবারের বিশ্বকাপ। তবে ছেড়ে কথা বলবে না অস্ট্রেলিয়া। সাউথ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালে রোমাঞ্চকর ম্যাচে ৩ উইকেটে জেতা প্যাট কামিন্সে দল আরও একটি শিরোপা ঘরে তোলার জন্য মুখিয়ে আছে।

পরিসংখ্যানও বলছে অস্ট্রেলিয়ার পক্ষে কথা। ওয়ানডেতে দুই দলের ১৫০ বারের দেখায় অজিদের ৮৩ জয়ের বিপরীতে ভারতের জিতেছে ৫৭টিতে। বাকি ১০ ম্যাচ শেষ হয়েছে ফল ছাড়াই। তবে টাই হয়নি কোনো ম্যাচ।
৫৭ জয়ের মধ্যে ৩৩ ম্যাচে ঘরের মাঠে জয় পেয়েছে ভারত। প্রতিপক্ষের মাঠে ১৪ ও নিরপেক্ষ ভেন্যুতে ১০ জয় এবারের আসরের স্বাগতিকদের ঝুলিতে। অন্যদিকে, অস্ট্রেলিয়া নিজেদের মাটিতে জিততে পেরেছে ৩৮ ম্যাচ। ৩৩ ম্যাচ ভারতের মাঠে এবং নিরপেক্ষ ভেন্যুতে ১২ জয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

বিশ্বকাপের পরিসংখ্যানেও এগিয়ে অস্ট্রেলিয়া। ১৩ ম্যাচে তাদের ৮ জয়ের বিপরীতে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারতের জয় ৫টিতে। অজিদের বিপক্ষে ভারতের সর্বোচ্চ ও সর্বনিম্ন স্কোর ৩৫২ ও ১২৫, অজিদের ৩৫৯ ও ১২৮ রান। ২০০৩ সালের বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। ভারতকে সেবার ১২৫ রানে হারিয়ে শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া।
তবে এবার ঘরের মাঠে বিশ্বকাপ এবং সেই সাথে শুবমান গিল-বিরাট কোহলিদের দুর্দান্ত ফর্মের কারণে ভারতকে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা। দেখা যাক, ভারত তাদের তৃতীয় শিরোপা ঘরে তুলতে পারে কিনা। নাকি কামিন্সরা আরও একটি শিরোপা যোগ করে তাদের শোকেজে।