১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার

ভারত-ইংল্যান্ডকে আইসিসির জরিমানা

- Advertisement -

ভারত-ইংল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি শেষ হলেও, এখনও আলোচনা থামেনি। সেই আলোচনায় এবার নতুন মোড় এনে দিলেন আইসিসি। ট্রেন্টব্রিজে প্রথম টেস্টে স্লো ওভার রেটের কারণে ইংল্যান্ড এবং ভারত দুই দলেরই দুই পয়েন্ট করে কেঁটে নিয়েছে আইসিসি।

দলের ফটোসেশনে ফুরফুরে মেজাজে ইংলিশ ক্রিকেটাররা

বৃষ্টির কারণে প্রথম টেস্ট ড্র হবার হলে দুই দলই সমান চারটি করে পয়েন্ট পান। কিন্তু স্লো ওভার রেটের কারণে দুই পয়েন্ট করে পিছিয়ে যেতে হলো দুই দলকেই। ম্যাচ রেফারি ক্রিস ব্রড দুই দলের খেলোয়াড়দেরই ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করেছেন।

আইসিসি টেস্ট চাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের প্রথম ম্যাচ ছিল ট্রেন্টব্রিজের শেষ হয়ে যাওয়া ভারত এবং ইংল্যান্ডের মধ্যকার টেস্টটা। এই বছরের শুরুতে প্রতিযোগিতার উদ্বোধনী সংস্করণ শেষ হয়। যেখানে ভারতকে হারিয়ে চাম্পিয়ন হয় নিউজিল্যান্ড।

ভারত এবং ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টটি শুরু হবে ১২ আগস্ট, ঐতিহাসিক লর্ডসে। দ্বিতীয় ম্যাচে জয় পেতে মরিয়া দুই দলই। ইতোমধ্যে মঈন আলি এবং সাকিব মাহমুদকে দলে ভিড়িয়েছে ইংল্যান্ড।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img