বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ভারতের ১৬ সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে চেতেশ্বর পূজারা এবং উমেশ যাদবকে। দুজনকেই দেখা যেতে পারে ‘এ’ দলের বিপক্ষে সিরিজেও। এখন অব্দি চূড়ান্ত না হলেও ধারণা করা হচ্ছে, ভারত ‘এ’ দলের অধিনায়কত্বের দায়িত্বও পালন করবেন পূজারা।
পূজারা-যাদবকে মূল সিরিজের আগে পাঠানোর পেছনে একটাই লক্ষ্য, ‘ম্যাচ প্র্যাকটিস’। কেএস ভরতকেও রাখা হতে পারে ‘এ’ দলের স্কোয়াডে। এছাড়াও রঞ্জির সর্বোচ্চ রানসংগ্রাহক সরফরাজ খান এবং বেঙ্গলের অভিমন্যু ইশ্বরনের ‘এ’ দলের স্কোয়াডে থাকা অনেকটাই নিশ্চিত। দুই-একদিনের মধ্যেই জানা যাবে চূড়ান্ত স্কোয়াড।
বাংলাদেশের হয়ে সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক সৌরভ এবং ওপেনার মাহমুদুল হাসান জয়কে দেখা যেতে পারে ভারত ‘এ’ দলের বিপক্ষে সিরিজে।
ভারতের টেস্ট স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, ভিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্থ, কেএস ভরত, রবীচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও উমেশ যাদব।