৯ সেপ্টেম্বর ২০২৪, সোমবার

ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির হানা

- Advertisement -

এশিয়া কাপে সুপার ফোরে ভারত-পাকস্তান ম্যাচে হানা দিয়েছে বৃষ্টি। খেলা বন্ধ হওয়ার আগে রোহিত শর্মার দলের সংগ্রহ ২৪.১ ওভারে দুই উইকেট হারিয়ে ১৪৭ রান। ভিরাট কোহলি অপরাজিত আছেন ১৬ বলে ৮ রান করে, লোকেশ রাহুল ২৮ বলে ১৭ রানে ব্যাট করছেন।

এর আগে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। উদ্দেশ্য পরিস্কার, পেসারদের দিয়ে ভারতের টপ অর্ডারের যতটা সম্ভব উইকেট তুলে নেওয়া। টুর্নামেন্টে আগের তিন ম্যাচে সেটা করেও দেখিয়েছিলেন শাহিন, নাসিম ও হারিস রউফ।

এদিন নতুন বলে পাওয়ারপ্লেতে অধিনায়কের আস্থার প্রতিদান দিতে পারেনি পেসাররা। তাদের দারুণভাবে সামাল দিয়েছেন ভারতের দুই ওপেনার। বেশি আক্রমণাত্মক ছিলেন গিল। পাকিস্তানি পেসারদের বাজে বল পেলেই বাউন্ডারি মেরেছেন তিনি।

পেস ও সুইং দিয়ে একপ্রান্তে নাসিম দারুণ বল করলেও এদিন শাহিনের প্রথম তিন ওভার থেকেই ৩১ রান নিয়েছিলেন রোহিত-গিল জুটি। ইনিংসের ৭ম ওভারে উইকেট পেতে পারতেন নাসিম। তার বলে খোঁচা দিয়েছিলেন গিল কিন্তু স্লিপে দাঁড়ানো দুই ফিল্ডারের মাঝ দিয়ে বল গেলে উইকেট আর পাওয়া হয়নি।

রোহিত ও গিল মিলে প্রথম উইকেটে গড়েন ১২১ রানের জুটি

রোহিত শুরুতে দেখেশুনে খেললেও পাওয়ারপ্লের শেষ ওভারে নাসিমকে মেরেছেন দুই বাউন্ডারি। প্রথম ২১ বলে করেছিলেন ১০ রান, পরের ২১ বলে তুলেছেন ৪০ রান। ফিফটি করার পর দ্রুত প্যাভিলিয়নে ফেরেন রোহিত। শাদাব খানের বলে দারুণ ক্যাচ নেন ফাহিম আশরাফ। আর তাতে ভাঙে ১০০ বলে ১২১ রানের জুটি। পরের ওভারে ফেরেন গিলও। শাহিনের বলে প্যাভিলিয়নে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৫২ বলে ১০ বাউন্ডারিতে ৫৮ রান।

উইকেটে এসে দেখেশুনে খেলছেন ভিরাট কোহলি ও লোকেশ রাহুল। দুজনে মিলে ইতোমধ্যে গড়েছেন ৩৮ বলে ২৪ রানের জুটি। এরপর বৃষ্টির কারণে বন্ধ ম্যাচ। খেলা মাঠে না গড়ালে রাখা হয়েছে রিজার্ভ ডে। সেক্ষেত্রে এখান থেকেই সোমবার শুরু করবে ভারত।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img