১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

ভারত সিরিজেও থাকছেন ডোনাল্ড

- Advertisement -

ভারতের বিপক্ষে আসন্ন হোম সিরিজেও বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে অ্যালান ডোনাল্ডই থাকছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ডোনাল্ডের চুক্তির মেয়াদ থাকলেও এ সিরিজেও তাকে পাওয়া যাবে। বুধবার জনপ্রিয় স্পোর্টস ওয়েবসাইট ‘ক্রিকবাজ’-কে এমনটাই নিশ্চিত করেছেন ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী।

“অ্যালান ডোনাল্ডকে ভারতের বিপক্ষে হোম সিরিজের সময়ও পাওয়া যাবে। তার চুক্তির ব্যাপারটা বোর্ডের অভ্যন্তরীণ বিষয় তবে ভারত সিরিজে তিনি থাকবেন”-বলছিলেন নিজামউদ্দিন  

বিসিবি তাদের বিদেশি কোচদের চুক্তি বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে পরবর্তী বোর্ড মিটিংয়ে, বিসিবি সভাপতি নাজমুল হাসান অস্ট্রেলিয়া থেকে ১৪ নভেম্বর আসার পর।

আগামী ৪, ৭ ও ১০ ডিসেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। চট্টগ্রামে প্রথম টেস্ট শুরু হবে ১৪ ডিসেম্বর। দ্বিতীয় টেস্ট খেলতে আবারো দুই দলকে ফিরতে হবে ঢাকায়। ২২ ডিসেম্বর মিরপুরে শুরু হবে সিরিজের শেষ টেস্ট।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img