১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

ভালো শুরুর পর রানআউট হয়ে ফিরলেন শান্ত

- Advertisement -

অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে হলে ইনিংসের শুরুটা যেমন করার প্রয়োজন ঠিক তেমনটাই করেছিলেন লিটন কুমার দাশ-তানজিদ হাসান তামিম। টাইগার দুই ওপেনারের গড়ে দেওয়া ভিত কাজে লাগিয়ে বড় সংগ্রহের আশা দেখাচ্ছিলেন নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়। কিন্তু এরপরই ঘটে ছন্দপতন, দারুণ ব্যাটিং করতে থাকা শান্ত হয়েছেন রানআউট।

দারুণ ব্যাটিং করছিলেন শান্ত। হৃদয়ের সঙ্গে জুটিতে শক্ত একটা ভিতই দাঁড় করাচ্ছিলেন। স্কয়ার লেগে খেলে ডাবলস নিতে গিয়েছিলেন তিনি। সেটাই কাল হয়ে দাঁড়ালো, ৫৭ বলে ৪৫ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন শান্ত।

এর আগে ওপেনিং জুটিতে ৭৬ রান তোলে বাংলাদেশ। যা চলমান বিশ্বকাপে প্রথম উইকেটে টাইগারদের দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি। লিটন-তামিম শুরুতে অজি বোলারদের দেখেশুনে খেলেছেন। প্যাট কামিন্স-হ্যাজলউডরা তেমন একটা পরীক্ষা নিতে পারেনি দুই টাইগার ওপেনারের। কিন্তু বড় ইনিংস খেলতে পারেননি কেউই। দুজনে ফিরেছেন সমান ৩৬ রান করে। শন অ্যাবোটের শর্ট বলে ক্যাচ দিয়েছেন তামিম আর অ্যাডাম জাম্পাকে তুলে মারতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন লিটন।

এরপরের গল্পে শুধু শান্ত-হৃদয়। অজি বোলাররা তাদের খুব একটা পরীক্ষায় ফেলতে পারেনি। নাজমুল শুরুতে একটু সময় নিলেও, হৃদয় শুরু থেকেই ছিলেন আক্রমণাত্মক। চারে ব্যাটিংয়ে সুযোগ পেয়ে দারুণ ব্যাটিং করছেন তিনি। বাংলাদেশের চার ব্যাটারই পেয়েছেন দুই অঙ্কের ঘরে রানের দেখা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ২৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৭১ রান। মাহমুদউল্লাহ রিয়াদ অপরাজিত আছেন ০ রান করে, হৃদয়ের সংগ্রহ ৩৭ রান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img