৯ ডিসেম্বর ২০২৪, সোমবার

ভিনিসিয়ুসের জোড়া গোলে ব্রাজিলের জয়

- Advertisement -

কোপা আমেরিকায় গ্রুপ ডি এর ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়েছে ব্রাজিল। আগের ম্যাচে কোস্টারিকার বিপক্ষে ড্র করলেও এ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের দুইয়ে এখন সেলেসাওরা। দলের হয়ে জোড়া গোল করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। এছাড়াও গোলের দেখা পেয়েছেন স্যাভিও মোরেইরা এবং লুকাস পাকেতা।

শনিবার লাস ভেগাসের অ্যালিজিয়ান্ট স্টেডিয়াম গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে শুরু থেকেই চাপে ছিল ব্রাজিল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেললেও গোল পাচ্ছিল না দরিভাল জুনিয়রের দল। ম্যাচের ৩১তম মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়ে যায় ব্রাজিল। প্যারাগুয়ের আন্দ্রিয়ের কোবাসের হ্যান্ডবলে পেনাল্টি পায় ব্রাজিল। কিন্তু গোলবারের বাঁ পাশ দিয়ে বল বাইরে মেরে বসেন লুকাস পাকেতা।

এর চার মিনিট পরেই অবশ্য নিজের ভুলের প্রায়শ্চিত্ত করেন পাকেতা। তার অ্যাসিস্টে বাঁ পায়ের দুর্দান্ত শটে গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। এরপর ম্যাচের ৪৩তম মিনিটে আরও একটি গোল পায় তারা। ডি-বক্সের কাছ থেকে বাঁ পায়ের শটে বল জালে জড়াতে ব্যর্থ হন রদ্রিগো। তবে ফিরতি শটেই দলকে এগিয়ে নেন স্যাভিও মোরেইরা। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোলের দেখা পান ভিনিসিয়ুস। ৩-০ গোলে ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে প্যারাগুয়ে। ৪৮তম মিনিটে ব্যবধান কমান আলডেরেট। ম্যাচের ৬৫তম মিনিটে ব্রাজিল আরও একটি পেনাল্টি পেলে এবার আর ভুল করেননি পাকেতা। বল জালে জড়িয়ে ৪-১ ব্যবধানে এগিয়ে নেন দলকে।

এরপর আরও বেশ কিছু আক্রমণ করলেও ব্যবধান আর বাড়াতে পারেনি ব্রাজিল। প্যারাগুয়ে চেষ্টা করলেও উল্টো লাল কার্ড খেয়ে বসেন আন্দ্রেস কিউবাস। শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে সেলেসাওরা। এই জয়ে কোয়ার্টার ফাইনালের আশা টিকে রইল দরিভালের শিষ্যদের।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img