আইপিএল থেকে সরে দাঁড়িয়েছে ভিভো। দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) আইপিএলের নতুন স্পন্সর হিসেবে ঘোষণা করেছে টাটার নাম। মঙ্গলবার আইপিএলের গভর্নিং কাউন্সিল মিটিংয়ে নেয়া হয়েছে এই সিদ্ধান্ত। এখন থেকে আইপিএলের নাম ‘টাটা আইপিএল’। আইপিএলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল নিশ্চিত করেছে এই তথ্য।
“ভিভো আইপিএল থেকে সরে দাঁড়িয়েছে। এখন থেকে নতুন টাইটেল স্পন্সর টাটা”- বলছিলেন আইপিএলের চেয়ারম্যান
🚨 Vivo to pull out as title sponsor of #IPL. Tata set to take over @vijaymirror reports 👇https://t.co/FaPvkjrQ0V
— Cricbuzz (@cricbuzz) January 11, 2022
ভিভোর এখনও কয়েক বছর মেয়াদকাল ছিল। ২০১৮ সালে পাঁচ বছরের জন্য আইপিএলের স্পন্সর কিনে নিয়েছিল ভিভো, মাঝখানে গত বছরের আইপিএলে ইন্দো-চায়না জটিলতার কারণে স্পন্সর ছিল ড্রিম ইলেভেন। ২০২২ এবং ২০২৩ মৌসুমের জন্য আইপিএলের স্পন্সর হিসেবে থাকছে টাটা।