১১ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার

ভিরাট-রাহুলের ব্যাটে ভারতের অজি বধ

- Advertisement -

চেন্নাইয়ে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করেছে টিম ইন্ডিয়া। ভিরাট কোহলির অনবদ্য ৮৫ এবং লোকেশ রাহুলের অপরাজিত ৯৭ রানের ইনিংসের উপর ভিত্তি করে ৫০ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌছে যায় তারা।

অস্ট্রেলিয়ার দেয়া ২০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি ভারতের। দলীয় ২ রানের মধ্যে ৩ টপ অর্ডার ব্যাটারের উইকেট হারিয়ে ফেলে তারা। তবে এরপর ভিরাট কোহলি এবং লোকেশ রাহুলের অনবদ্য জুটিতে জয়ের বন্দরে পৌছে যায় তারা।

এর আগে, বড় রানের আশায় টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। তবে শুরুতেই ওপেনার মিচেল মার্শের উইকেট হারিয়েছে তারা। রানের খাতা খোলার আগে জাসপ্রিত বুমরাহর বলে স্লিপে বিরাট কোহলিকে ক্যাচ দিয়ে ফেরেন অজি ওপেনার।

এরপর উইকেটে এসে ডেভিড ওয়ার্নারকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেছেন স্টিভ স্মিথ। মোহাম্মদ সিরাজ-জাসপ্রিত বুমরাহদের বলে দারুণ ব্যাটিং করেছেন দুজনে। ভারতীয় বোলারদের বাজে বল পেলেই বাউন্ডারিতে পরিণত করেছেন তারা। দুজনে মিলে ৮৫ বলে গড়েন ৬৯ রানের জুটি। ওয়ার্নারকে আউট করে সেই জুটি ভাঙেন কুলদ্বীপ। প্যাভিলিয়নে ফেরার আগে বাঁহাতি ওপেনারের ব্যাট থেকে আসে ৫২ বলে ৬ বাউন্ডারিতে ৪১ রান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img