১৬ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার

ভিলিয়ার্সের পরামর্শেই সেরা ছন্দে হার্শাল

- Advertisement -

অভিষেকেই ম্যান অব দ্য ম্যাচ হওয়ার কৃতিত্বটা ভারতের খুব বেশি খেলোয়াড়ের নেই। যেই পাঁচজনের আছে, তাদের মধ্যে একজন হার্শাল প্যাটেল।  শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক ম্যাচে বল হাতে ছড়িয়েছেন আলো, ৪ ওভারে ২৫ রান দিয়ে তুলে নিয়েছেন ২ উইকেট। ম্যাচ শেষে জানালেন তার ক্যারিয়ারে সাউথ আফ্রিকান তারকা এবিডি ভিলিয়ার্সের গুরুত্বের কথা।

“আমার ক্যারিয়ারে এবির অনেক অবদান। আমি তাকে অনুসরন করতে পছন্দ করতাম। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের ক্যাম্পে আমি তাকে বলেছিলাম, ‘আমি কিভাবে কম রানে নিজের ওভার শেষ করতে পারি? আমি ১২-১৫ এমনকি ২০ রানেরও ওভার করেছি আইপিএলে। কিভাবে আমি আরও ভালো করতে পারি?’’

মূলত প্রশ্নের জবাবটাই বদলে দিয়েছে হার্শালের ক্যারিয়ার, “এবি আমায় বলে, ‘যদি তোমার ভালো বলেও বাউন্ডারি খাও, তাহলে সেটা বদলে ফেলিওনা। তুমি ধারাবাহিকভাবে ভালো জায়গায় বল করতে থাকো, ব্যাটসম্যানকে বাধ্য করো তোমার ভালো বলে শট খেলতে। যদি তুমি একটি ভালো বলে বাউন্ডারি হজম করে বলের লাইন-লেন্থটাই বদলে ফেলো, তাহলে মনে রাখবা ব্যাটসম্যান সেটার জন্য আগে থেকেই প্রস্তুত থাকে।”

আইপিএলের দ্বিতীয় লেগে পাওয়া এই পরামর্শ পুরো ক্যারিয়ারজুড়েই মেনে চলতে চান হার্শাল প্যাটেল। শুক্রবার নিজের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টেনেছেন এবিডি ভিলিয়ার্স, একই দিনে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে হার্শালের।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img