২৭ জুলাই ২০২৪, শনিবার

ভেরোনার সাথে পয়েন্ট ভাগাভাগি করলো জুভেন্টাস

- Advertisement -

ফুটবলের দুই নক্ষত্র মেসি-রোনালদো। দুই জনের মধ্যে লড়াইটাও হয় সেয়ানে সেয়ানে। এবারের মৌসুমে গোলেও সমানতালে এগিয়ে যাচ্ছেন এ দু’জন। আলাদা লিগে খেলছেন কিন্তু বর্ষসেরা ফুটবলার হওয়ার একটা প্রতিদ্বন্দ্বিতো আছেই। লা লিগায় ১৯ গোল করে মেসি টপ স্কোরার। সমান গোল করে ক্রিশ্চিয়ানো রোনালদো ইতালিয়ান সেরি আ’তে সবার উপরে।

ভেরোনায় হোঁচট খেলেও ম্যাচে লিডটা নিয়েছিল জুভেন্টাসই। যদিও ম্যাচে গোল দেখেছে ৪৯ মিনিটে। ফেদেরিকো কিয়েসার অ্যাসিস্টে স্কোরশিটে নাম উঠান রোনালদো। এগিয়ে গেলেও গতিময় ফুটবলের শুরুটায় তারা ছন্দ হারায় দ্বিতীয়ার্ধে। ৬৭ মিনিটে রোনালদোর সুযোগ ছিল ব্যবধান বাড়ানোর। কিন্তু তুরিনের ক্লাবটির ব্যবধান দ্বিগুন হয়নি।

উল্টো ৭৭ মিনিটে গুছালো আক্রমণে স্কোরশিটে জুভেন্টাসের পাশে বসে স্বাগতিকরা। সমতায় ফেরান অ্যান্তোনিন বারাক। এই গোলেই পূর্ণ পয়েন্ট হারায় বর্তমান সেরি আ চ্যাম্পিয়নরা।

এই ড্র’তে তালিকার তিন নাম্বারে জুভেন্টাস, ৪৬ পয়েন্ট নিয়ে। ৫৩ পয়েন্ট নিয়ে টেবিল টপে ইন্টার মিলান

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img