২২ জানুয়ারি ২০২৫, বুধবার

ভয় ও কষ্টের মিশ্র অনুভূতি কাজ করছিলো: ইয়াসির আলী

- Advertisement -

মাথায় আঘাত পাওয়ার পরও ব্যাটিং করছিলেন। হুট করে নাকি মনে হচ্ছিলো পা দুটো কেমন যেন অবশ হয়ে আসছে। দেরি আর করেননি। সাথে সাথেই ফিজিওকে ডেকেছেন মাঠে। ফিজিও এসে অবস্থা দেখে আর রিস্ক নিতে চাননি। পাঠিয়ে দিয়েছেন মাঠের বাইরে একেবারে হাসপাতালে।

তবে ঐ অবস্থায় মাঠ ছেড়ে যেতে ইয়াসির আলী রাব্বির মনের অনুভূতিটা একবার ভাবুন! শরীরের কথা চিন্তা করে ভয় পাওয়ার পাশাপাশি আলাদা কষ্টও তো আছে! জাতীয় দলে প্রথম ডাক পাওয়ার সাড়ে নয়শো দিনের বেশি সময় পর টেস্ট অভিষেক। সেখানে ৩৬ রান করে দলকে প্রায় বিপদ থেকে উদ্ধারই করে ফেলেছিলেন চট্টগ্রামের এই তরুণ। ঐ অবস্থায় কে এমন অনাহুত ঘটনার শিকার হয়ে মাঠ ছেড়ে যেতে চাইবে?

“ভয় আর কষ্টের একটা মিশ অনুভূতি” এইভাবেই এক কথায় ইয়াসির আলী বৃহস্পতিবার মিরপুরে গণমাধ্যমের সামনে এভাবেই নিজের অনুভূতিটা তুলে ধরলেন।

প্রায় মুনিঋষিদের মতো কঠোর তপস্যার পর জাতীয় দলে ডাক পাওয়া এবং সেখানেই দল ও পরিস্থিতির চাহিদা অনুযায়ী ব্যাটিং করতে পেরে রাব্বি ছিলেন আপ্লুত,

“দলের সাথে এর আগেও ম্যাচে ফিল্ডিং করেছি কিন্তু একাদশের ভেতরে থাকা হয়নি। তাই এটা একটা নতুন অভিজ্ঞতা ছিলো। ঘরোয়ায় যতই চাপের মধ্যে ব্যাটিং করা হোক আন্তর্জাতিক ক্রিকেটের লেভেলটাই আলাদা। তাই এটা চ্যালেঞ্জ ছিলো। তবে দেশের জন্য আমি এই কাজ করতে পেরেছি দলকে বিপদ থেকে উদ্ধার করতে পেরেছি এটাই ভালো লাগছে।” 

“কষ্ট তো একটু লেগেছে কারণ আমি যদি আরেকটু বেশিক্ষণ ব্যাট করতে পারতাম তাহলে হয়তো দল আরেকটু ভালো অবস্থানে থাকতো। কারণ নতুন কোন ব্যাটসম্যান এসে মানিয়ে নেওয়াটা কঠিন হয়।”

হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ঢাকা টেস্টের দলের সাথে অনুশীলন করছেন রাব্বি।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img