২০১৮ বিশ্বকাপে গোল্ডেন বল নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল, হাড্ডাহাড্ডি লড়াই করেও ফাইনালে ক্রোয়েশিয়াকে শিরোপা জেতাতে পারেননি লুকা মদ্রিচ। তাই এবার নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপটা স্মরণীয় করে রাখতেই চাইবেন এই মিডফিল্ডার। চার বছর আগের দুঃসহ স্মৃতি ভুলে বুধবার মরক্কোর বিপক্ষে মাঠে নামবে ক্রোয়েশিয়া। আল বায়াত স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকাল চারটায়।
গতবারের রানার্সআপদের জন্য এটা ষষ্ঠ বিশ্বকাপ, মরক্কোর জন্যও তাই। ২৬ বছর আগে একবারই মুখোমুখি হয়েছিল দুই দল, হাসান-দ্য সেকেন্ড ট্রফির ফাইনালে পেনাল্টি শুট আউটে আফ্রিকান দলটাকে হারিয়ে ট্রফি জিতেছিল ক্রোয়েশিয়ানরা। এতো বছরের পুরোনো প্রতিশোধ নিতে পারবে কি মরক্কো? পরিসংখ্যান অবশ্য ফিফা র্যাঙ্কিংয়ের ১২-তে থাকা ক্রোয়েশিয়ার পক্ষেই কথা বলছে, শেষ চার ম্যাচের চারটাতেই তাদের জয়, র্যাঙ্কিংয়ের ২২তম দল মরক্কোর শেষ চার ম্যাচের তিনটায় জয়, একটায় ড্র।
এছাড়াও দিনের অপর ম্যাচে র্যাঙ্কিংয়ের ২-এ থাকা বেলজিয়াম মুখোমুখি হবে ৪১তম দল কানাডার। তেত্রিশ বছর আগে একবারই মুখোমুখি হয়েছিল এই দুই দল, জিতেছিল বেলজিয়াম। শেষ পাঁচ ম্যাচে রোমেলো লুকাকু-ইডেন হ্যাজার্ডদের আছে দুই জয়, এক ড্র আর দুই হার। কানাডার শেষ পাঁচ ম্যাচের ফলাফলও একই। আল রাইয়ান স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত একটায়।