১১ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার

মনে হচ্ছে আমি আকাশে উড়ছি: আমের জামাল

- Advertisement -

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দুটিতে হেরেছে পাকিস্তান। শেষ টেস্টের তৃতীয় দিন শেষে ৮২ রানে এগিয়ে আছে শান মাসুদের দল। এই সিরিজে পাকিস্তানের সবচেয়ে বড় আবিষ্কার পেসার আমের জামাল। চলমান সিরিজে এখন পর্যন্ত ১৮ উইকেট শিকার করেছেন তিনি। পেসার হিসেবে অভিষেক হওয়া আমের ব্যাট হাতেও করেছেন ১২৫ রান। তৃতীয় দিন শেষে ০ রানে অপরাজিত থাকা পাকিস্তানি ব্যাটার নিশ্চয় রানটাকে আরও বাড়িয়ে নিতে চাইবেন। স্বপ্নের মতো সময় কাটানো আমেরের মনে হচ্ছে তিনি আকাশে উড়ছেন।

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষে পাকিস্তানের এ পেসার বলেছেন, “মনে হচ্ছে আমি আকাশে উড়ছি। এই পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করতে পেরে গর্ব লাগছে। এখনো মনে আছে, সেসব দিনে (ছোটবেলায়) পাকিস্তান দলের খেলা দেখেছি…এমনকি আমি রান দিলেও সব সময় সেসব স্মৃতি মনে করি। কোচেরা আমাকে প্রচুর আত্মবিশ্বাস দিয়েছেন”

তৃতীয় দিন শেষে ৮২ রানে এগিয়ে আছে পাকিস্তান। হাতে আছে তিন উইকেট, মোহাম্মদ রিজওয়ান অপরাজিত আছেন ৬ রানে; আমের শূন্য রানে অপরাজিত আছেন। তারপরেও আশা হারাচ্ছেন না পাকিস্তানি পেসার। ব্যাটিংয়ে পাকিস্তানের অবস্থা ভালো না হলেও আশা হারাচ্ছেন না আমের।

তিনি বলেন, “২২৭ রানে আমাদের ৭ উইকেট পড়েছিল। আমার মনে হয় ওই জুটিটি আমাদের ম্যাচে ফিরিয়ে এনেছে। এখন আমরা কিছু রান এগিয়ে আছি, যেটা গুরুত্বপূর্ণ”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img