আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বীতা করবেন জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান। নড়াইল-২ থেকে এবারও নির্বাচন করবেন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। রবিবার রাজধানীর ধানমণ্ডিতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে চূড়ান্ত মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
গত ১৮ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তিনটি আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। আসনগুলো হলো ঢাকা- ১০, মাগুরা- ১ ও ২। গুঞ্জন উঠেছিল ঢাকা-১০ আসনে মনোনয়ন পেতে পারেন তিনি। তবে নিজ শহর মাগুরাতেই নির্বাচন করার সুযোগ পেলেন বিশ্বসেরা অলরাউন্ডার।
জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী নিজ শহর নড়াইল-২ আসন থেকে মনোনয়ন পেয়েছেন। এর আগ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকেই এমপি নির্বাচন হন তিনি। এবারও এই আসনে তার উপরে ভরসা রেখেছে আওয়ামী লীগ।