৯ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

মাজিয়াকে হারিয়ে প্রতিশোধ নিলো বসুন্ধরা কিংস

- Advertisement -

এএফসি কাপের ম্যাচে মালদ্বীপের ক্লাব মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশনকে ২-১ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। দুই দলের সবশেষ দেখায় মাজিয়ার কাছে ৩-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশের চ্যাম্পিয়নরা। কিংস অ্যারেনায় ফিরতি ম্যাচে তাদের হারিয়ে দারুণ প্রতিশোধ নিলো কিংস।

অথচ ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়েছিল স্বাগতিকরা। ১০ মিনিটে কিংস গোলকিপার শ্রাবণের ভুলে গোল হজম করে কিংস। মাজিয়াকে এগিয়ে দেন ওবেং রেগান। এরপর গোল পরিশোধের চেষ্টা করে রাকিব হোসেন-মিগুয়েল ফেরেইরারা। কিন্তু দূর্বল ফিনিশিং আর মাজিয়ার দারুণ ডিফেন্ডিংয়ের কারণে কাঙ্ক্ষিত গোল পাওয়া হচ্ছিল না বসুন্ধরার। ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে একের পর এক আক্রমণ করে বসুন্ধরা। কিন্তু অ্যাটাকিং থার্ডে গিয়ে সব আক্রমণ প্রতিহত হয়। এদিন অস্কার ব্রুজোনের শিষ্যরা দুই উইং দিয়ে ক্রস করে গোল করার চেষ্টা করেছিল কিন্তু মাজিয়ার ডিফেন্ডারদের পরাস্ত করতে পারেনি রাকিবরা।

৬৯ মিনিটে সোহেল রানাকে তুলে শেখ মোরসালিনকে নামান অস্কার। এরপরেই দারুণ সুযোগ পেয়েছিল তরুণ এই মিডফিল্ডার। কিন্তু মাজিয়া গোলকিপারকে একা পেয়েও গোল করতে পারেননি তিনি। তবে বসুন্ধরার ম্যাচে ফেরার গোলে রয়েছে মোরসালিনের অবদান। তার নেওয়া কর্ণার কিক থেকেই হেডে গোল করেন গফুরবেক।

এর কিছুক্ষণ পরেই ম্যাচে লিড নেয় বসুন্ধরা। ডোরিয়েল্টনের সাথে বল দেওয়া নেওয়া করে ৩০ গজ দূর থেকে আচমকা শট নেন মিগুয়েল ফেরেইরা। আর তাতেই আনন্দে ভেসে উঠে পুরো গ্যালারি। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। কিংস অ্যারেনায় নিজেদের অপরাজিত থাকার রেকর্ডও ধরে রাখল বসুন্ধরা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img