২৭ জুলাই ২০২৪, শনিবার

মাঠেই জ্ঞান হারালেন এরিকসেন

- Advertisement -

ইউরোর ম্যাচ চলাকালীন মাঠে হঠাৎ জ্ঞান হারালেন ক্রিস্টিয়ান এরিকসেন। ডেনমার্ক-ফিনল্যান্ড ম্যাচ বাতিল। কোনো ধরনের সংঘর্ষ ছাড়াই ঘটেছে এমন দুর্ঘটনা। তবে বিভিন্ন সূত্রের খবর জ্ঞান ফিরেছে এরিকসেনের। এরিকসেনকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং ভর্তি করা হয়েছে।

ইউয়েফা ইউরো-২০২০ ডেনমার্ক-ফিনল্যান্ড ম্যাচে হটাৎ করে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন ডেনমার্ক মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসেন। ম্যাচের বয়স তখন মাত্র চল্লিশ মিনিটের মতো।  এরিকসেনের এম্ন দুর্ঘটনায় হতবাক বিশ্ব। কাদঁতেছে পুরো স্টেডিয়াম, কাদঁতেছেন সকল খেলোয়াড়রা। একমাত্র প্রার্থনা পারে এরিকসনকে বাঁচাতে।

প্রথমার্ধের প্রায় শেষ মুহূর্তে হটাৎ করেই মাটিতে লুটিয়ে পড়েন এরিকসেন। কোনো খেলোয়াড়ের সংঘর্ষ ছাড়াই মাটিতে পড়ে গেলে বাঁশি বাজিয়ে ছুটে আসেন রেফরি। চিকিৎসক এবং ফিজিওরা দ্রুত ছুটে আসেন এরিকসেনকে সুস্থ করতে। তার শ্বাসক্রিয়া সচল রাখতে তার মুখে মুখ লাগিয়ে শ্বাস দিতে হয়। তারপর ম্যাচটা স্থগিত করে দেওয়া হয়। এরিকসেনকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয়। বিভিন্ন সূত্রের খবর জ্ঞান ফিরেছে এরিকসেনের।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img