২ ডিসেম্বর ২০২৪, সোমবার

মাঠেই শাস্তি, ইনিংসের মাঝপথে থাকছে বিরতি

- Advertisement -

স্লো ওভার রেটের শাস্তি এতদিন ম্যাচ শেষে দেয়া হলেও এবার থেকে খেলোয়াড়রা মাঠেই শাস্তি পেতে যাচ্ছে। ছেলে এবং মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন এই নিয়মটি চালু করছে আইসিসি। নির্ধারিত সময়ের মধ্যে ফিল্ডিং দলকে ইনিংসের শেষ ওভারের প্রথম বল করার মতো অবস্থানে থাকতে হবে। তানাহলে ৩০ গজের বাইরে একজন ফিল্ডার কম নিয়ে ফিল্ডিং করতে হবে।

১৬ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজ বনাম আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে শুরু হতে যাচ্ছে নিয়মটি। মূলত ইংল্যান্ড ক্রিকেট বোর্ড আয়োজিত ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্ট থেকেই শুরু হয়েছে এমন নিয়ম। মেয়েদের ক্রিকেটে ১৮ জানুয়ারি প্রথমবার দেখা যাবে এই নিয়ম, ওয়েস্ট ইন্ডিজ বনাম সাউথ আফ্রিকার ম্যাচের মধ্য দিয়ে।

এছাড়াও, ইনিংসের মাঝপথে দুই দলের সম্মতিতে আড়াই মিনিটের বিরতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। টি-টোয়েন্টি বিশ্বকাপে এমন নিয়ম দেখা গেলেও আইসিসি চায় প্রতিটি সিরিজেই এর ব্যবহার করতে। তবে, সিরিজ শুরুর আগে দুই দলকে এ ব্যাপারে সম্মতি দিতে হবে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img