‘বিনোদন মূলক’ মাদক গ্রহণের অভিযোগে দুই ক্রিকেটারকে নিষিদ্ধ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। সেই দুই ক্রিকেটার হলেন ওয়েসলি মাধেভেরে ও ব্রান্ডন মাভুতা। তাদের দুজনের নিষিদ্ধ হওয়ার বিষয়টি এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে জেডসি।
জিম্বাবুয়ে ক্রিকেটের সর্বোচ্চ এ সংস্থা জানায়, এক ডোপ টেস্টে মাধেভেরে ও মাভুতা পজিটিভ হয়েছেন। যার কারণে এমন সিদ্ধান্ত। জেডসি’র খেলোয়াড় ও অফিশিয়ালদের জন্য তৈরি আচরণবিধি অনুযায়ী তাদের অভিযুক্ত করা হয়েছে এবং শিগগিরই ব্যবস্থামূলক সিদ্ধান্তের জন্য শুনানি শুরু হবে।
তবে মাধেভেরে ও মাভুতা কি ধরণের মাদক গ্রহণ করেছেন তা জানায়নি তারা। এই দুই ক্রিকেটারই আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজের দলে ছিলেন। মাধেভেরে-মাভুতা এমন সময়ে নিষিদ্ধ হলেন যখন দলের বাজে পারফর্ম্যান্সের কারণে পদত্যাগ করেছেন ডেভ হটন।
২০২০ সালে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মাধেভেরের। বর্তমানে দেশটির জাতীয় দলের অন্যতম উদীয়মান খেলোয়াড়। ২৩ বছর বয়সী এই অলরাউন্ডার জিম্বাবুয়ের হয়ে ৬০টি টি-টোয়েন্টি, ৩৬টি ওয়ানডে ও ২ টি টেস্ট খেলেছেন। অন্যদিকে মাভুতা মাধেভেরের মতো অতটা নিয়মিত না হলেও জিম্বাবুয়ের হয়ে খেলেছেন ৪ টেস্ট ১০ ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি।