লা লিগায় ২৭ ম্যাচ শেষে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৮ পয়েন্ট কম নিয়ে তালিকার তিন নম্বরে বার্সেলোনা। শুক্রবার রাত ২টায় মায়োর্কার বিপক্ষে মাঠে নামবে জাভি হার্নান্দেজের দল। রবার্ট লেভানডফস্কি-জোয়াও ফেলিক্সদের সামনে সুযোগ চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সাথে পয়েন্টের ব্যবধান কমিয়ে আনার।
লিগের শুরু থেকেই জিরোনা ও রিয়াল মাদ্রিদ শীর্ষে থাকার লড়াই করেছে। সেখানে বার্সেলোনা তিন নম্বরে থেকেছে প্রায় পুরোটা সময়জুড়ে। তবে ফেরান তোরেসদের সামনে সুযোগ আছে জিরোনাকে হটিয়ে শীর্ষ দুইয়ে জায়গা করে নেওয়ার। সেজন্য মায়োর্কাকে হারানোর কোনো বিকল্প নেই।
মায়োর্কার বিপক্ষে বার্সেলোনার অতীত ইতিহাস দলটিকে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী করে তুলেছে। লা লিগায় দুই দলের সবশেষ ২৯ ম্যাচে, ২৪টিতে জয়ের হাসি হেসেছে কাতালানরা। হার ৩টি ও ড্র করেছে ২ ম্যাচ। বার্সেলোনার সাম্প্রতিক ফর্ম খুব একটা ভাল না, শিরোপা রেসে থাকতে হলে যেখানে পয়েন্ট হারালে বিপদ, সেখানে সবশেষ ৫ ম্যাচের ২টিতেই পয়েন্ট হারিয়েছে জাভির দল। তবে মায়োর্কার বিপক্ষে ম্যাচটি নিজেদের মাঠে হওয়ায় বাড়তি সুবিধা পাবে বার্সেলোনা।
অন্যদিকে বাজে সময় পার করছে মায়োর্কা। ২৭ ম্যাচ শেষে মাত্র ২৭ পয়েন্ট নিয়ে তালিকার ১৫ নম্বরে অবস্থান করছে তারা। নিজেদের সবশেষ ৫ ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জিততে পেরেছে তারা, দুই ড্রয়ের বিপরীতে হার একটি।
লিগে ধুকতে থাকা দলটির কাছে শেষ ৫ ম্যাচে দুই জয় ও দুই ড্র দারুণ কিছু। বার্সেলোনার বিপক্ষেও সেই ধারবাহিকতা ধরে রাখতে চাইবে মায়োর্কা।